শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

নকলায় ব্যক্তি উদ্যোগে ৩শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৪৯৫ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার চরঅষ্টধর ও চন্দ্রকোনা ইউনিয়নের বিভিন্ন এলাকার শ্রমজীবী কর্মহীন তিনশতাধিক পরিবারের মাঝে ব্যক্তি উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ১১ জুলাই রোববার দুপুরের দিকে সরকারের নির্দেশনা মোতাবেক শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং সকলের মাস্ক পরিধান নিশ্চিত করে এসব বিতরণ করা হয়।

এসময় এহতেশামুল হক ইরাদ চৌধুরী ও তারা চৌধুরীসহ চৌধুরী পরিবারের লোকজন, সেনাবাহীনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও চরমধুয়া, হুজুরীকান্দা, ভোটকান্দি, গোয়ালের কান্দা, চরমধুয়া নামাপাড়া গ্রামের বিভিন্ন পেশার তিনশতাধিক পরিবারের প্রধানরা উপস্থিত ছিলেন।

ইরাদ চৌধুরী জানান, ছোট দোকানদার, অটো-সি.এন.জি চালক, মসজিদের ইমাম মোয়াজ্জেমগনসহ বিভিন্ন পেশার তিনশতাধিক পরিবারের মাঝে করোনা সঙ্কটে আপদকালীন সহযোগিতা হিসাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তিনি জানান, প্রতি পরিবারে ২৫কেজি চাল, ২কেজি সয়াবিন তেল, ২কেজি মসুর ডাল, ২কেজি পেঁয়াজ ও ৩ কেজি আলুসহ নিত্য প্রয়োজনীয় অন্যান্য খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে। শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারের নির্দেশনা মানতে ভলেন্টিয়ারসহ সেনাবাহীনীর বিভিন্ন স্তরের কর্মকর্তা ও সদস্যবৃন্দ দায়িত্ব পালন করেন।

তিনি আর জানান, গতবছর মহামারী আকারে করোনা শুরু হওয়ার পর দেশ ব্যাপী লকডাউন শুরু হলে তাদের পরিবারের সদস্য মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রিন্সীপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ওয়াকারের নিজস্ব অর্থায়নসহ তাদের পরিবারের অন্যান্য কর্মজীবীদের আর্থিক সহায়তায় একটানা ৭ মাস চরমধুয়া চৌধুরী বাড়িতে কেন্দ্র করে বিপদাপন্ন মানুষের মাঝে খাদ্য সামগ্রী, মাহে রমজানে ইফতার ও সাহরীর জন্য খাদ্য পন্য এবং ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102