শেরপুরের নকলায় দিন ব্যাপী ননগ্রুপ কৃষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুন সোমবার উপজেলা কৃষি অফিসারের কার্যালয়ের কৃষক প্রশিক্ষণ কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধি করণ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন এলাকার ৩০ জন কৃষক অংশ গ্রহন করেন।
দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা কৃষি অফিসার (ইউএও) কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান মুসাসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।