শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০৪:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে পৃথক ঘটনায় নিহত ৫, আহত ১

এম. এম হোসাইন, নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১৩ মে, ২০২১
  • ৩৪১ বার পঠিত

শেরপুরে ৩টি পৃথক ঘটনায় নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছে। ১৩ মে বৃহস্পতিবার জেলার নালিতাবাড়ী উপজেলায় ট্রাকের চাপায় পিষ্ঠ হয়ে রিক্সা আরোহী ২ যুবক, এই ঘটনায় আহত হয় রিক্সাচালক হাবিবুর রহমান। সদর উপজেলায় ২ গৃহবধু গলায় ফাঁস দিয়ে এবং শ্রীবরদী উপজেলায় এক শিশু পানিতে ডুবে নিহত হওয়ার ঘটনা ঘটে।

সড়ক দুর্ঘটনায় নিহত ২ যুবক হলো নালিতাবাড়ী পৌর শহরের আড়াইআনী বাজার জেলখানা মহল্লার জুয়েল মিয়ার ছেলে মাহিম মিয়া (২২) ও মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া কয়ারপাড় গ্রামের সাহেদ আলীর ছেলে আলম মিয়া (১৮)। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যাকারী ২ গৃহবধুরা হলেন সদর উপজেলার ধলা ইউনিয়নের ধলাকান্দা গ্রামের ইসমাইলের স্ত্রী রোকসানা বেগম (৩০) ও ভাতশালা ইউনিয়নের বয়রা পরানপুর সাহাপাড়া এলাকার লিটন মিয়ার স্ত্রী আনজু আক্তার (১৮)। আর পানিতে ডুবে নিহত হওয়া শিশু সোলায়মান (৩) শ্রীবরদী উপজেলার তারাকান্দি গ্রামের হামিদুল হকের ছেলে।

জানা গেছে, ১৩ মে বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার দিকে মাহিম মিয়া ও আলম মিয়া নয়ানিকান্দা গরুহাটি এলাকা থেকে রিকশা যোগে নাকুগাওঁ স্থলবন্দর সড়ক দিয়ে কালিনগর পৌর মডেল উচ্চ বিদ্যালয় বাইপাস এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি ট্রাক চাপা দিয়ে চলে যায়। এতে রিকশার আরোহী মাহিম ও আলম ঘটনাস্থলেই নিহত হয়।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বশির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় আপাতত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করতে পারেনি পুলিশ। পুলিশ জানায় ট্রাকটি নিয়ে চালক কৌশলে পালিয়ে গেছে।

অন্যদিকে কথিত আত্মহত্যাকারী ২ গৃহবধু নিজ নিজ বাবার বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছন বলে জানা গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন বলেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরত হালে বলা যায় যে, বিষয় দুটি আত্মহত্যা। ঘটনা দুটির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান। তবে কেন তারা আত্মহত্যা করেছেন তা এখনও জানা সম্ভব হয়নি। তাছাড়া বিষটি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত করে বলা সম্ভব হবে বলে জানান ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া শিশু সোলায়মান পানিতে ডুবে নিহত হওয়া বিষয়ে নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাড়ির লোকজনের অগোচরে বাড়ির পাশে বৃষ্টির পানি জমে থাকা ডোবার পানিতে ডুবে যায়। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজির এক পর্যায়ে এলাকাবসীরা সোলায়মানকে ওই ডোবার পানিতে ভাসতে দেখে তাকে অজ্ঞান অবস্থায় উদ্বার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102