নিজস্ব প্রতিবেদক:
বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রলির মুখোমুখি সংঘর্ষে শফিউদ্দিন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত শফিউদ্দিন উপজেলার রাজনগর গ্রামের বাসিন্দা। এঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন এবং ট্রাকের আঘাতে দুমড়ে-মুচড়ে গেছে ব্যাটারি চালিত ২টি অটোরিকশা। ২৫ ডিসেম্বর শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শেরপুর-নালিতাবাড়ী সড়কের রাজনগর সাইনবোর্ড এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নালিতাবাড়ী থেকে শেরপুরগামী একটি বালুবাহী ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ট্রলির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই শফিউদ্দিন মারা যায়। একই সময় পাশ দিয়ে ও পেছনে আসা ব্যাটারিচালিত আরও ২টি অটোরিকশা ট্রলি ও ট্রাকের সাথে ধাক্কা খেয়ে দুমড়ে-মুচড়ে উল্টে যায়। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, এক আত্মীয়ের জানাযা নামাজ শেষে বাড়ি ফিরার পথে অটোরিক্সার যাত্রী শফিউদ্দিন এ দুর্ঘটনায় প্রাণ হারান। এ ঘটনায় আহত হন অটোরিক্সার চালকসহ আরও ৫ জন। আহত সকলকে জেলার নালিতাবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার সংবাদ পেয়ে জেলার নালিতাবাড়ী ও ঝিনাইগাতি উপজেলার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট উদ্ধার তৎপরতা চালায়। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবিষয়ে নালিতাবাড়ী থানায় মামলার প্রক্রিয়া চলছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহমেদ বকুল ও নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।