বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ফেইসবুকের কল্যাণে প্রশাসনের হস্তক্ষেপে সরকারি জমি বেদখল থেকে রক্ষা পেলো

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৬৪৩ বার পঠিত

শেরপুরের নকলা পৌরসভার চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজে প্রবেশের রাস্তা সংলগ্ন সরকারি রাস্তার জমিতে অবৈধভাবে পাকা ভবন উত্তোলনের বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রকাশের পর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বেদখল থেকে আপাতত রক্ষা করা হয়েছে। ফেইসবুকের কল্যাণে ও প্রশাসনের হস্তক্ষেপে সরকরি জমি বেদখল থেকে রক্ষা হওয়ায় খুশি সর্বসাধারণ।

২৫ এপ্রিল রবিবার দুপুরের দিকে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, সদর ভূমি অফিসের উপসহাকারী ভূমি অফিসার (নায়েব) মো. হযরত আলীসহ সংশ্লিষ্ট অনেকে ঘটনাস্থল পরিদর্শন করেন। কাগজপত্র পর্যালোচনা ও নকশা অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়ায় নির্মানাধীন ভবন ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রদান করেন তাঁরা। পরে সরকারি রাস্তার জমিতে অবৈধভাবে নির্মানাধীন ভবনের মালিক নিজে ভবনটি ভেঙ্গে দেন।

নির্মানাধীন ভবনের মালিক জানান, জায়গার পরিমাপ না বুঝে তিনি সরকারি রাস্তার জমিতে ভবন নির্মানের কাজ শুরু করেছিলেন। তবে এখন বিষয়টি পরিষ্কার হওয়ায় পরবর্তীতে তিনি নিজের ভুল বুঝতে পেরে নিজেই তার নির্মানাধীন স্থাপনা সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন।

তবে সরকারি রাস্তার জমিতে অবৈধভাবে নির্মানাধীন ভবনের মালিকের আবেদনের প্রেক্ষিতে ২৬ এপ্রিল সোমবার সকাল ১০ টার সময় ওই নির্মানাধীন জায়গার বাকি অংশ সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদের নেতৃত্বে সরকারি সার্ভেয়ার কর্তৃক পরিমাপ করা হবে বলে জানা গেছে।

উল্লেখ্য, নকলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুসহ কয়েকজন সাংবাদিক খবর সংগ্রহের জন্য নারায়নখোলা এলাকায় যাওয়ার পথে চৌধুরী ছবরুন্নেছা মহিলা কলেজে প্রবেশের রাস্তা সংলগ্ন সরকারি রাস্তার জমিতে অবৈধভাবে পাকা ভবন উত্তোলনের বিষয়টি তাদের নজরে আসে। পরে তারা যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে ফেইসবুকের নিজ নিজ টাইম লাইনে একটি করে ছোট্ট বার্তা প্রকাশ করেন। নকলাবাসীর কল্যানে আবেদনময় তাদের ওই ছোট্ট বার্তার নিচে কমেন্টেসের মাধ্যমে বিভিন্ন পেশা শ্রেণীর জনগনের আবেদন উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে দ্রুত সময়ের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের নেতৃত্বে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাগজপত্র পর্যালোচনা ও নকশা অনুযায়ী ঘটনার সত্যতা পাওয়ায় নির্মানাধীন ভবন ভেঙ্গে দেওয়ার নির্দেশ প্রদান করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102