বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা প্রেসক্লাব নির্বাচনে যারা বিনাপ্রতিদ্বন্দ্বীতায় জয়ী

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩১১ বার পঠিত

শেরপুর জেলার নকলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন গোপন ব্যালট পেপারের মাধ্যমে সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত মুক্তিযুদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনে বিভিন্ন পদে ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করার লক্ষে মনোনয়নপত্র ক্রয় করলেও নির্ধারিত দিন তারিখ ও সময়ের মধ্যে একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক পদের মনোনয়নপত্র জমা না করায় এবং সহ-সভাপতি পদের একজন তাঁর প্রার্থীতা প্রত্যাহার করে নেন। এর পরেও সভাপতি, সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় এসকল পদে গোপন ব্যালটের মাধ্যমে ভোট হয়। আর দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, প্রচার প্রকাশনা সম্পাদক, কোষাধ্যক্ষ ও তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক পদে একাধিক প্রার্থী না থাকায় এই ৫টি পদে ৫ জন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় যারা নির্বাচিত হয়েছেন তাঁরা হলেন- দপ্তর সম্পাদক মো. সেলিম রেজা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মো. মাজহারুল ইসলাম লালন, প্রচার প্রকাশনা সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল-আমিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ।

ভোট গ্রহণ থেকে শুরু করে ফলাফল ঘোষণা করা পর্যন্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনের অস্থায়ী কেন্দ্রে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাউছার আহাম্মেদ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন ও সাবেক সভাপতি এ্যাডভোকেট রফিকুল ইসলাম আধার, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আঞ্জুমান আরা রুমী ও সদস্য ছামিউল হক মুক্তা, উপজেলা আওয়ামী লীগের প্রচার প্রকাশনা সম্পাদক আব্দুর রশিদ, জেলা-উপজেলায় কর্মরত স্বনামধন্য ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ আরও অনেকে।

এ নির্বাচনে গোপন ব্যালট পেপারে ভোটের মাধ্যমে মো. মোশারফ হোসাইন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন আব্দুর রফিক। সাধারণ সম্পাদক পদে মোশাররফ হোসেন সরকার বাবু বিজয়ী হয়েছেন, তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. মমিনুল ইসলাম সুমন। সহ-সভাপতি পদে খন্দকার জসিম উদ্দিন মিন্টু ও মো. মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. নাসির উদ্দিন ও মো. দেলোয়ার হোসেন এবং সাংগঠনিক সম্পাদক পদে মো. ফজলে রাব্বী রাজন ও মো. নূর হোসেন বিজয়ী হয়েছেন।

নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশিষ্ট কবি কলামিষ্ট প্রথিতযশা সাংবাদিক তালাত মাহমুদ ও সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন বিশিষ্ট সাংবাদিক আলহাজ্ব মাহবুবর রহমান।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102