বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

২ মার্চ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলণ করা হয়

অনলাইন ডেস্ক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৩১৬ বার পঠিত

আজ ২রা মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক ছাত্র সমাবেশে ডাকসুর সহ-সভাপতি আ.স.ম আবদুর রব সবুজের মাঝে লাল সূর্য আর সোনালী মানচিত্র খচিত বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলণ করেছিলেন।

১৯৭১ সালের ২ মার্চ থেকে ৪ মার্চ সরকার দেশব্যাপী কারফিউ জারি করে, আর আন্দোলনে থাকা ছাত্ররা এদিন হরতালের ডাক দেন। আজ থেকে ৫০ বছর আগে অন্যায়-অবিচারের প্রতিবাদে লাখো জনতার ক্ষোভের মুখে আশার জাগরণ নিয়ে আসে লাল সবুজে মোড়ানো বাংলাদেশের মানচিত্র।

১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগের দিন জাতীয় পরিষদের ভাষণ স্থগিত করা হয়েছে। ক্ষোভে ফুঁসে উঠেছে বাঙালিজাতি। তারা বুঝতে পারেন স্বাধীনতার জন্য লড়াই ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক এমনই এক উত্তাল মুহূর্তে সেই ছাত্র সমাবেশে ডাকসুর সহ-সভাপতি আ.স.ম আবদুর রব স্বপ্নের স্বাধীন দেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

তৎকালে বাংলাদেশের পতাকা উত্তোলণ করার এই কাজটি খুব একটা সহজ বিষয় ছিলোনা; অনেক বেশী সাহস আর সংগ্রাম করেই সেদিন প্রথম পতাকা উড়াতে হয়েছিলো। হুট করেই এই সফলতা অসেনি। দীর্ঘ রাজনৈতিক পরিকল্পনা, পরিশ্রম আর একটা স্বাধীন দেশের স্বপ্নই শক্তি যুগিয়েছিলো সেই দিন। বিশেষ করে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমনকে বাদ দিয়ে কোন কিছু কল্পনা করা হয়নি, করা হয়নি কোন কাজ। পতাকা উত্তোলনের এ ইতিহাস, আর তার পেছনের প্রত্যাশা স্বাধীনতার চেতনায় সুরক্ষিত রাখতে হবে; নতুন প্রজন্মের কাছে এমনটাই আশা সকলের।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102