বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ঝিনাইগাতির ২ গাঁজাসেবিকে শুদ্ধ করতে কারাগারের বদলে পাঠানো হলো তাবলীগে

ঝিনাইগাতি (শেরপুর) সংবাদদাতা:
  • প্রকাশের সময় | সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৯৩ বার পঠিত

শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বাকাকুড়া গ্রামের ষাটোর্ধ্ব মো.ওমর মিয়া ও হাবিবুর রহমান হবি নামে ২ গাঁজাসেবিকে শুদ্ধ করে সুস্থ্য হয়ে সুন্দর স্বাভাকি জীবনে ফিরিয়ে আনতে কারাগারের পরিবর্তে পাঠানো হয়েছে তাবলীগ জামাত (চিল্লাতে)।

বয়স বেশী বিবেচনায় এ দুই গাঁজাসেবিকে সুস্থ্য জীবনে ফিরিয়ে আনতে এ ব্যতিক্রমি মহতী কাজটি করেছেন ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমান। থানা জামে মসজিদের ইমামের মাধ্যমে তাদের তাবলীগে পাঠানোর ব্যবস্থা করা হয়। ওসি নিজ অর্থায়নে এ দুইজনের জন্য নতুন পাজামা, পাঞ্জাবী, টুপি ও আতরসহ প্রয়োজনীয় সামগ্রী কিনে তাবলীগের জন্য প্রস্তুত করেন। পহেলা মার্চ সোমবার ওমর মিয়া ও হাবিবুর রহমান হবিকে তাবলীগ জামাত (এক চিল্লা)-এর উদ্দেশ্যে পাঠানো হয়।

জানা গেছে, এ দুই গাঁজাসেবী দীর্ঘদিন ধরে গাঁজা সেবনের ফলে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তারা ইতোপূর্বে গাঁজা সেবনের দায়ে হাজত খেটেছেন। পুনরায় রোববার তাদেরকে আটকের পর সুস্থ জীবনে ফেরার অনুরোধ করলে তারা রাজি হন। পরে ওসি ফয়েজুর রহমানের একান্ত প্রচেষ্ঠায় গাঁজাসেবীরা আজ সুস্থ্য জীবরেন পথে পা বাড়িয়েছেন।

ফায়েজুর রহমান বলেন, ‘যেকোন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নির্দেশনা দেওয়া হয়েছে। এজন্য আমাদের নিয়মিত অভিযান অব্যাহত আছে এবং থাকবে। তিনি আরও বলেন, আমরা বিট পুলিশিং-এর মাধ্যমে আইনি প্রক্রিয়ার পাশাপাশি ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ সৃষ্টির ব্যপারে নিয়মিত কাজ করছি। এর ধারাবাহিকতায় ওমর মিয়া ও হাবিবুর রহমান হবিকে পুলিশ বিভাগের পক্ষ থেকে তাবলীগ জামাত (চিল্লাতে) পাঠানোর ব্যবস্থা গ্রহন করা হয়।

এই উদ্যোগের মাধ্যমে গোপনে থাকা অন্যান্য গাঁজাসেবি ও গাঁজা ব্যবসায়ীরাও সুস্থ জীবনে ফিরে আমার সুযোগ পাবে এবং ফিরে আসবে বলে ওসি আশা ব্যক্ত করেন। যদি ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথে থেকে কেউ শুদ্ধ হয়ে সুস্থ্য স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তাহলে সেটা হবে সবার জন্যই সুসংবাদ ও অনুকরণীয় বলে ঝিনাইগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়েজুর রহমানসহ অনেকে মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102