শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

নকলায় ইউনিয়ন আ.লীগ ও ইউপির উদ্যোগে ভাষা শহীদদের স্মরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৮৫ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলার উপজেলার সবকয়টি (৯টি) ইউনয়নে ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বায়ান্নের ভাষা শহীদদের স্মরণ করা হয়েছে। এর অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি শনিবার বানেশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় বায়ান্নের ভাষা শহীদদের স্মরণ একুশের প্রথম প্রহরে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা সৈনিকদের ফুলেল শ্রদ্ধা জানানো হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজহারুল আনোয়ার মহব্বতের নেতৃত্বে ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও কর্মরত কর্মচারীবৃন্দ এবং ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. শরীফ হাসান ও সাধারণ সম্পাদক শামীম আহমেদের নেতৃত্বে ভাষা শহীদদের স্মরণে নবনির্মিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, দপ্তর সম্পাদক এএসএমবি করিম শাহজাহান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জোব্বারসহ এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাফিজুল হক, দপ্তর সম্পাদক এএসএমবি করিম শাহজাহান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জোব্বারসহ ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, নকলা টিভি ফোরামের সাধারণ সম্পাদক এশিয়ান টিভি ও দৈনিক খোলা কাগজ প্রতিনিধি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংস্থা নকলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক দ্যা এশিয়ান এজ ও দৈনিক আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মো. মোশারফ হোসাইনসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাশ্রেণীর জনগন একে একে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে শহীদ বেদীতে পুস্পস্তবক অর্পণ করেন।

শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আগে, কালো ব্যাজ ধারন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। দিবসটির তাৎপর্য তুলেধরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে শহীদদের রুহের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102