বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ৪৪ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় গণ সংযোগ ও পথ সভা করছেন। সংসদ নির্বাচন উপলক্ষ্যে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী প্রকৌশলী ফাহিম চৌধুরীর নকলা ও নালিতাবাড়ীর প্রতিটি এলাকায় প্রতিনিয়ত গণ সংযোগ ও পথসভা করছেন।

এরই অংশ হিসেবে নকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়নের খারজান বাজারে ও গণপদ্দী বাজারে দুটি গণ সংযোগ ও পথ সভা করেন। এছাড়া রাতে পৌরসভার কলাপাড়া এলাকায় মতবিনিময় সভা ও গণ সংযোগ করেন তিনি।

গণপদ্দী বাজারের গণ সংযোগ ও পথ সভায় উপজেলা বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক সায়েদুল হক লাঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি পদে বিএনপি হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জাতীয় সংসদের সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী।

বিএনপি নেতা বরুন চৌধুরীর সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন, শেরপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক খোরশেদুর রহমান, সদ্য সাবেক যুগ্ম আহবায়ক মহিউদ্দিন মুক্তার ও মোবাশ্বের আলী চৌধুরী টুটুন, ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লিংক ও বিএনপি নেতা দারা হাজী প্রমুখ।

এসময় জেলা যুবদলের সাবেক সদস্য এনামুল হক পান্নু, উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য রাব্বেনূর চৌধুরী, সাবেক ছাত্রনেতা উপজেলা বিএনপির সাবেক সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক রিপনসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থকসহ অগণিত সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

সাধারণ ভোটাররা জানান, জাতীয় সংসদের সাবেক হুইপ প্রয়াত জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন দিলে যেকোন দলের প্রার্থীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করে বিপুল ভোটে বিজয়ী হবেন। নকলা নালিতাবড়ীর সাধারন জনগের জন্য নিরাপদ ও আস্থার জায়গা এখন একজনই, সে হলেন ফাহিম চৌধুরী। তারা আরো বলেন, ‘প্রকৌশলী ফাহিম চৌধুরীর পক্ষে প্রতিটি গণ সংযোগ ও পথ সভাসহ রাজনৈতিক যেকোন কর্মকান্ডে জনতার যেন ঢল নেমে আসে। তার ডাকে জনগণের স্বতস্ফুর্ত উপস্থিতি প্রতিনিয়তই নজির সৃষ্টি করছে। জনমত যাচাই ছাড়া অজ্ঞাত কোন কারনে প্রকৌশলী ফাহিম চৌধুরীকে ছাড়া অন্য কাউকে এখান থেকে মনোনয়ন দিলে, গুরুত্বপূর্ণ এই আসনটি অন্যকোন দলের দখলে চলে যেতে পারে বলে সাধারণ ভোটাররা মন্তব্য করেন। তাদের বিশ্বাস বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও মাঠ পর্যায়ের জনমত জরিপ করার পরেই মনোনয়ন দিবেন মনোনয়ন নির্বাচক মন্ডলী ও নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ। তানা হলে এই আসনটি বিএনপিকে উদ্ধার করতে কঠিন হতে পারে বলে কর্মী-সমর্থকসহ সাধারণ ভোটাররা মনে করছেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102