বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ১৭৬ বার পঠিত

এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক ও ন্যায্য তিনটি দাবী আদায়ের আন্দোলনকে স্থানীয় পর্যায়ে জোরদার করনের লক্ষ্যে শেপুরের নকলায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাত সাড়ে ৭টার দিকে নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে মাদ্রাটির অধ্যক্ষ উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা মো. আজিজুল ইসলাম-এর সভাপতিত্বে এই জরুরি সভা অনুষ্ঠিত হয়।

শাহরিয়া ফাজিল মাদ্রাসার প্রভাষক মাওলানা মো. আব্দুল হালিমের সঞ্চালনায় সভায় এমপিও ভূক্ত শিক্ষক কর্মচারীদের ন্যায্য দাবী আদায়ের আন্দোলনকে স্থানীয় পর্যায়ে জোরদার করনে করণীয় বিষয়ে প্রস্তাবনা মূলক বক্তব্য রাখেন, বারমাইসা দাখিল মাদ্রাসার সুপার জমিয়তুল মুদারেছিন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আতাউর রহমান, উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন, নারায়ন খোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. রুকনুজ্জামান, চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. শফিকুল ইসলাম, কায়দা বালিকা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. উলি উল্লাহ, কৃষ্ণপুর দাখিল মাদ্রাসার সহসুপার মাওলানা মো. হযরত আলীসহ অনেকে।

আলোচনান্তে সর্বসম্মতিক্রমে উপজেলার সকল এমপিও ভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান এবং উপজেলা স্কুল ও মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সমন্বয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহনের লক্ষে সোমবার সকাল ১১টার সময় এক জরুরি সভা আহবান করা হয়। সভাটি নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত হয়।

সভায় বক্তারা সরকারের জারি করা প্রজ্ঞাপনে ৫ শতাংশ (সর্বনি¤œ ২ হাজার টাকা) বাড়িভাড়া ভাতা প্রত্যাখান করে জানান, অনেক শিক্ষক-কর্মচারী ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে ঢাকায় গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তবে অনেকেই বিভিন্ন কারনে তাদের সাথে আন্দোলনে সামিল হতে পারেননি। তাই স্থানীয় ভাবে আন্দোলনকে জোরদার করতে বাকিদের করণীয় আছে বলে তারা মনে করছেন।

বক্তারা এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, মেডিক্যাল ভাতা ১ হাজার ৫০০ টাকা ও কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার ন্যায্য দাবি তিনটি মেনে নিতে সরকারের প্রতি অনুরোধ জানান। তাঁরা বলেন, ‘শিক্ষা জাতির মেরুদন্ড। জাতির মেরুদন্ডকে শক্তিসালী করার দায়িত্ব শিক্ষকদের কাঁধে। তাইতো শিক্ষকদের আদর্শ জাতি গড়ার কারিগর বলা হয়।’ তাঁরা আরো বলেন, ‘শিক্ষকদের সর্বোচ্চ সামাজিক মর্যাদা নিশ্চিত করা না হলে কোন জাতি সামনের দিকে এগিয়ে যেতে পারেনা। শিক্ষা ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং শিক্ষকদের আর্থ সামাজিক নিরাপত্তা প্রদান ও যথাযথ সম্মান নিশ্চিত করতে না পারলে দেশ ও জাতির উন্নয়নে কখনোই কাঙ্খিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয়। বাংলাদেশ আজ বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলছে। দেশ ও জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়ার প্রধান কারিগর শিক্ষকগনের যথাযথ আর্থিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে না। হচ্ছেনা যথাযথ মূল্যায়ন করা। আর তাইতো প্রায়শই এমপিও ভুক্ত শিক্ষক হিসেবে পরিচয় দিতে গিয়েও অনেক ক্ষেত্রে লজ্জায় পড়তে হয়। এই লজ্জা শুধু একজন শিক্ষক-কর্মচারীর নয়; একটি দেশ ও জাতির জন্য লজ্জা জনক বিষয় বটে।’ তাই এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বৃদ্ধির লক্ষ্যে যৌক্তিক ও ন্যায্য দাবি তিনটি মেনে নিতে সরকারের কাছে জোর দাবি জানান তাঁরা। নতুবা চলমান আন্দোলন কঠিন থেকে কঠিনের দিকে ধাবিত হতে পারে বলে জানান দেন শিক্ষক নেতারা। এছাড়া ন্যায্য দাবি মানতে কালক্ষেপণ করায় শিক্ষাখাতে জাতি যে ক্ষতির সম্মুখিন হচ্ছে, এর দায় সরকারকে বহন করতে হবে বলেও সাফ জানিয়ে দেন তাঁরা। তবে দৃঢ় বিশ্বাস নিয়ে সব বক্তারা বলেন, ‘সরকার নিশ্চয়ই শিক্ষক-কর্মচারীদের ন্যায্য তিনটি দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে প্রজ্ঞাপন জারি করে শিক্ষকদের শ্রেণিকক্ষে ফিরাবেন।’ তানাহলে শিক্ষা গুরুর ন্যায্য দাবির সাথে ঐকমত্য পোষণ করে শিক্ষার্থীরাও রাস্তায় নেমে আসতে পারে বলে মন্তব্য করেন শিক্ষকরা। সবশেষে আগামীকাল সোমবার ১১টার জরুরি সভায় সকলকে উপস্থিত থাকার আহবান জানান বক্তারা।

এসময় উপজেলার এমপিও ভুক্ত বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি কলেজের অধ্যক্ষ, প্রধান, সুপার, সহসুপারসহ সহকারী শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102