বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

মো. মোশারফ হোসাইন, নকলা, শেরপুর
  • প্রকাশের সময় | শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৭৫ বার পঠিত

মেয়াদহীন ব্যবহার যোগ্য ডেটা ও মিনিটে মেয়াদ কেন?

দেশে সব টেলিকম কোম্পানির কমবেশি মোবাইল সিম ব্যবহারকারী আছেন। তারা কথা বলার জন্য তাদের কষ্টার্জিত টাকায় মিনিট (প্যাকেজ) ও ইন্টারনেট ডেটা (এবি) কিনেন। কিন্তু নির্দিষ্ট সময় পর সেই ডেটা বা মিনিট ব্যবহার করা যায় না। নতুন করে রিচার্জ না করলে আগের ব্যালান্স অকার্যকর হয়ে যায়! স্পষ্টতই এসব ডেটা বা মিনিট সংশ্লিষ্ট কোম্পানি ফিরিয়ে নেয়। এতে গ্রাহকরা প্রতারিত বোধ করেন। নিজের টাকায় কেনা ডেটা ও মিনিট গ্রাহকের যখন খুশি, যতদিন খুশি, ততদিন ব্যবহার করবেন; তাতে হস্তক্ষেপ কেন? সময় কেন বেঁধে দেওয়া হয়? প্রযুক্তিগতভাবে এসব ডেটা বা মিনিট সংরক্ষণে কোনো বাধা নেই। তবুও কৃত্রিমভাবে মেয়াদ বেঁধে দিয়ে গ্রাহকদের কৌশলে আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ করা হচ্ছে। যা সম্পূর্ণ অন্যায্য ও অনৈতিক। এমনকি ভোক্তা অধিকার আইনের পরিপন্থী।

তথ্য মতে, দেশে বিভিন্ন টেলিকম কোম্পানির প্রায় ১৯ কোটি মোবাইল সিম সক্রিয় আছে। মিনিট ও ডেটার মেয়াদ বেঁধে দেওয়ার কারনে এসব সিম থেকে প্রতিদিন গড়ে ৫ মিনিট করে কেটে নিলে ৯৫ কোটি মিনিট এবং প্রতিদিন ৫জিবি করে ডেটা মেয়াদোত্তীর্ণ করা হলে গড়ে ৯৫ কোটি জিবি ডেটা একপ্রকার প্রতারনার মাধ্যমে গ্রাহকের কাছে হাতিয়ে নেওয়া হচ্ছে! এটা মোবাইল সিম ব্যবহারকারীদের সাথে আর্থিক প্রতারনার সামিল। এ প্রতারনা বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে সবাই মনে করছেন। মেয়াদহীন যোগ্য মিনিট বা ডেটা যেন সীমাহীনভাবে ব্যবহারযোগ্য থাকে এটাই গ্রাহকের দাবি। তাই বিটিআরসি’র কাছে অনুরোধ, ডেটা বা মিনিটে কৃত্রিম মেয়াদ নির্ধারণ বন্ধে বা নাগরিকের নিজস্ব সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিন; যেন গ্রাহকরা নিজের টাকায় কেনা মিনিট (প্যাকেজ) ও ইন্টারনেট ডেটা (এবি) মেয়াদহীন সুবিধা ভোগ করতে পারেন। নাগরিকের নিজস্ব সম্পদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে।

-মো. মোশারফ হোসাইন
নকলা, শেরপুর।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102