শেরপুরের নকলায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম-এঁর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, নকলা সেনাক্যাম্পের ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রাইয়ান, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোজাম্মেল হক, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক খোরশেদুর রহমান ও সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম সারোয়ার, নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উমর ফারুক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান ও চরঅষ্টধর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. দুলাল মিয়া প্রমুখ।
সভার আলোচনান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নতি করণসহ জনস্বার্থে উন্নয়ন মূলক বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। এসময় উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যগন উপস্থিত ছিলেন।