শেরপুরের নকলায় ভোক্তা অধিকার আইন লঙ্ঘন করার অপরাধে নকলা বাজারের ধানহাটি ও মধ্য বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক নির্বাহী বিচারক হিসেবে ভ্রাম্যমান আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন অ্যানি।
আদালত সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী সংরক্ষণের অভিযোগে একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে মোট ৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় স্যানিটারি ইন্সপেক্টর হাসান ফেরদ্যেস আলমসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আফরিন অ্যানি জানান, জনগণের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় তথা জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।