শেরপুরের নকলা উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হক মারা গেছেন, ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি নকলা পৌরসভার কুর্শাবাদাগৈড় গ্রামের মৃত মাহমুদ আলী মন্ডলের বড় ছেলে।
তিনি রোববার (২৬ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩:২০ মিনিটের সময় বার্ধক্য জনিত কারনে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও নাতি-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতীয় পরিচয় পত্র (এনআইডি) মোতাবেক মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৩ বছর ৮ মাস ২০দিন।
সোমবার বিকেল ৩টার সময় কুর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশের একটি চৌকস দলের গার্ড অব অনার প্রদানের মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। এর পরে পারিবারিক গোরস্থানে মহুমের মরদেহ সমাহিত করা হয়।
নকলা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের অফিস সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হকের লাল মুক্তিবার্তা তালিকা নম্বর ০১১৪০৩০০৩৪, গেজেট তালিকা নম্বর ১০২৭, জাতীয় পরিচয় পত্র (এনআইডি) অনুযায়ী তাঁর জন্ম ৫ মে, ১৯৫১ খ্রি.।
বীর মুক্তিযোদ্ধা মো. শামছুল হকের মৃত্যুতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দ্বীপ জন মিত্র, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমানসহ বিভন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক নেতৃবৃন্দ, জেলা ও উপজেলার জীবীত মুক্তিযোদ্ধাগন, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধার সন্তান সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানান পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগনসহ বিভিন্ন পেশাশ্রেণীর অনেকে আলাদাভাবে শোক প্রকাশ করেছেন। তারা সবাই মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।