শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

হেফাজতে ইসলাম নকলা শাখার কমিটি গঠন: সভাপতি জলিল, সা.সম্পাদক আনসারুল্যাহ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১০৪ বার পঠিত

শেরপুরের নকলায় হেফাজতে ইসলাম নকলা উপজেলা শাখার ছয় সদস্য বিশিষ্ট নতুন ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সন্ধ্যায় লিখিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি মোতাবেক জানা গেছে, রবিবার বিকেলের দিকে নকলা কাচারী মসজিদের দ্বিতীয় তলায় হেফাজতে ইসলাম শেরপুর জেলা শাখার সরাসরি তত্বাবধানে ও জেলা-উপজেলা নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে মুফতী আব্দুল জলিল কাসেমী-কে সভাপতি ও মাওলানা আনসারুল্যাহ-কে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়।

ঘোষিত আংশিক কমিটির অন্যান্য দায়িত্বশীল বা নেতৃবৃন্দরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, সহ-সম্পাদক মাওলানা তারিক জামিল, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল হুদা ও সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদুল হক মিলন। কমিটির কর্মকান্ডকে তরান্বিত করতে মাওলানা লূৎফর রহমান-কে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়।

নতুন কমিটির দায়িত্বশীল ছয় জনের নাম ঘোষনার পরে তাৎক্ষণিক কমিটি গঠন সংক্রান্ত রেজুলেশন করা হয় এবং জেলা কমিটির সভাপতি মাওলানা মো. মোখলিছুর রহমান, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. নজরুল ইসলাম নিজ নামে স্বাক্ষর করে নব-গঠিত কমিটির অনুমোদন প্রদান করেন।

নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, দেশে কোরআন হাদিসের আলোকে ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে ইসলামি শরিয়াহ মোতাবেক নিজেকে পরিচালনা করা এবং শান্তির ধর্ম ইসলামের সব বিধি-বিধান মেনে চলতে সবাইকে আহবান জানান। এছাড়া তাদের উপর অর্পিত দায়িত্ব যেন সুষ্ঠুভাবে পালন করতে পারেন এরজন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102