শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা

নকলায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১২৮ বার পঠিত

‘মানবতার কল্যাণে, এগিয়ে আসুন রক্তদানে; সুস্থ থাকলে করুন রক্তদান, হার্ট অ্যাটাকের ঝুঁকি কমান’- এসব শ্লোগানকে ধারন করে শেরপুরের নকলায় মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘রক্ত যোদ্ধা ২১’ নামে অরাজনৈতিক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) উপজেলা মুক্তমঞ্চ মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্যের দিনব্যাপী বিজয় মেলায় ‘রক্ত যোদ্ধা ২১’ এর নির্ধারিত স্টলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন চলে।

সংগঠনটির সভাপতি সাফাক বিন নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্যাম্পেইনে সহ-সভাপতি মাফিজুল হাসান তুহিন, সহ-সভাপতি গোলাম আহম্মেদ লিমন, সাধারণ সম্পাদক মহিম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক আরিফ রব্বানী, অর্থ বিষয়ক সম্পাদক স্বাধীন মিয়া, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক বৃষ্টি আক্তার বর্ষা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উম্মে হাফসা ও কার্যনির্বাহী সদস্য ওয়ালিজুর রহমান আলিফ, শিক্ষার্থী এস.এম মাসুমসহ নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত রক্তের গ্রুপ নির্ণয়ে আগ্রহী বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণির অগণিত জনগন উপস্থিত ছিলেন।

সংগঠনটির সহ-সভাপতি গোলাম আহম্মেদ লিমন জানান, মহান বিজয় দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ‘রক্ত যোদ্ধা ২১’ সংগঠনের উদ্যোগে এদিন দুই শতাধিক মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের প্রস্তুতি নেওয়া হয়েছিলো। তবে শতাধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা সম্ভব হয়েছে। তিনি আরো জানান, রক্তের গ্রুপ নির্ণয়ের জন্য আবু কাউছার বিদ্যুৎ, রবিউল আলম, আসিফ আলম চমক ও সিয়াম আহম্মেদ নামে চারজন বিশেষজ্ঞ টেকনোলজিস্ট দায়িত্বে ছিলেন।

সভাপতি সাফাক বিন নূর বলেন, দেশের সার্বিক উন্নয়নে আমাদের অনেক গুলো লক্ষ্য ও উদ্দেশ্য রয়েছে। তবে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে উজেলাকে সন্ত্রাস ও মাদক মুক্ত করার চেষ্টা অব্যাহত রাখাসহ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করা ও রক্ত দাতাদের ডাটাবেজ সংরক্ষণ করা এবং যে কোন রোগীর প্রয়োজনে বিনামূল্যে রক্ত দিয়ে মানুষের জীবন বাচাঁনো তাদের মূল লক্ষ্য। এরজন্য তারা সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102