বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে সমষ্টি’র ভার্চুয়াল আলোচনা

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ বার পঠিত

আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইউনেস্কোর সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি’র উদ্যোগে ও আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“আন্তর্ভূক্তিমূলক ভবিষ্যতের জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশ: গণমাধ্যমের ভূমিকা’’ শীর্ষক ভার্চুয়াল আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুজ্জামান রনি। এই সভার মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষা ও অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠনে গণমাধ্যমের ভূমিকা শক্তিশালী করার আহবান জানানো হয়।

আলোচনায় দেশের অন্তত ৪০টি জেলার ৮৮ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। অংশগ্রহন কারীদের মধ্যে, শেরপুর জেলার সিনিয়র সাংবাদিক হাকিম বাবুল, শেরপুরের নকলা প্রেসক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ সাংবাদিক লিটন হায়দার, রুহুল আমিন রশিদ, আবু নাছের মঞ্জু, গোলাম কিবরিয়া, জিয়াউল হাসান, শরীফ উল্লাহ কায়সার, মর্জিনা বেগম, ফাররুক হোসেন, তৌহিদ জামান, তাহমিনা পারভীন, স্বপন খন্দকার, জাকারিয়া হৃদয়, নীনা আফরিনসহ বিভিন্ন বিভাগ ও জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিকগন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-শিক্ষক ও বিভিন্ন এনজিও প্রতিনিধিগন অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমকে ইতিবাচক ও কার্যকর কৌশল গ্রহণ করতে হবে। তারা গণমাধ্যমকে অধিক অন্তর্ভুক্তিমূলক হতে এবং প্রতিবন্ধী ব্যক্তিদের সক্ষমতা, নেতৃত্ব ও সাফল্যের গল্পগুলো তুলে ধরার আহবান জানান তারা। গণমাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশগ্রহণ বাড়ানো, তাদের উপযোগী কর্মপরিবেশ তৈরি করা, প্রতিবন্ধিতা সম্পর্কিত সংবাদ ও ইস্যুভিত্তিক প্রতিবেদন তৈরি করা এবং প্রতিবন্ধিতা নিয়ে ইতিবাচক লেখা প্রচার-প্রকাশের মাধ্যমে অন্তর্ভূক্তিমূলক সমাজ গঠন সম্ভব বলে তারা মন্তব্য করেন। এছাড়া ভৌত অবকাঠামো এবং তথ্য প্রযুক্তির সুবিধাগুলো প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজলভ্য ও ব্যবহার উপযোগী করে তৈরির করার জোর দাবি জানানো হয়।

সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুজ্জামান রনি বলেন, এ ধরনের আলোচনা প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় গণমাধ্যমের ভূমিকাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। ভবিষ্যতে এ কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য আমরা সদা প্রস্তুত আছি। প্রতিবন্ধীর জীবন মান উন্নয়নে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলেও তিনি জানান। এ ধরনের উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের নেতৃত্বের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সুশীলজন মনে করছেন। তারা এমন অনুষ্ঠানে অংশগ্রহনকারী বাড়ানোর তাগিদ দিয়েছেন সুশীল ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102