শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে ক্ষুদে ডাক্তারদের ভূমিকা প্রশংসনীয় শেরপুরে ফেবসুকের কল্যাণে হারানো গাড়ি পেলেও খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল! শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই

নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস) এর পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র নিজ নামে স্বাক্ষরের মাধ্যমে ৩৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী এ কমিটির অনুমোদন প্রদান করেন। রবিবার দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি মারফত জানা গেছে, শেরপুর জেলার নকলা উপজেলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সাধারণ সম্পাদক পদে ৯ নভেম্বর (শনিবার) সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়।

পরে আহবায়ক কমিটির আহবায়ক হাসান ফেরদৌস আলম, যুগ্ম অহবায়ক মো. রফিকুল ইসলাম ও যুগ্ম অহবায়ক মো. শফিকুল ইসলাম নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে ডিসেম্বরের ৫ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশক্রমে অনুরুধ জানান।

আহবায়ক কমিটির ওই নির্দেশ মোতাবেক নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক নভেম্বর মাসের ২৬ তারিখের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে তা অনুমোদনের জন্য উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁর নিকট ২৭ নভেম্বর প্রেরণ করা হয়। রবিবার ( ১ ডিসেম্বর) ৩৯ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী কার্যকরী কমিটির অনুমোদন প্রদান করেন।

কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. সেলিম মিয়া, ৪ জন সহ-সভাপতি মো. নাদিউর রহমান, মো. জমশেদ আলী, মজিবর রহমান ও মো. নাজমুল হোসেন; ৪ জন যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, মো. নাজমুল হক, মো. রফিকুল ইসলাম ও আব্দুল আজিজ রঞ্জু; সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক মো. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. ফারুক হোসেন, সহ-দপ্তর সম্পাদক লুৎফুন নাহার, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. ফজলুল হক, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. সুজন মিয়া, সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. ইমরান, সহ-সাহিত্য ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মো. নাহিদুর রহমান, কোষাধ্যক্ষ মো. হাবিবুর রহমান, সহ-কোষাধ্যক্ষ এমদাদুল হক, প্রচার সম্পাদক ফুয়াদ হাসান ফিরোজ, সহ-প্রচার সম্পাদক মুক্তার হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুল নাহার মুনমুন, ২ জন সহ-মহিলা বিষয়ক সম্পাদক মোছা. নাছিমা খাতুন ও ও আশরাফিয়া বেগম, শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. রোশেদা, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক মোছা. আফরোজা বেগম এবং ৯ জন কার্যকরী সদস্য নূর নবী, জহিরুল ইসলাম, মো. তাফিউল ইসলাম, খন্দকার শরীফ হোসেন, অনামিকা রানী দেবনাথ, মো. আতিকুল ইসলাম, মো. আশরাফুল আলম, আব্দুল মালেক মিয়া ও মো. মনিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102