বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুরে বন্যা পরবর্তী কৃষি পুনর্বাসনে সবজির চারা বীজ ও রাসায়নিক সার বিতরণ

মো. মোশারফ হোসাইন:
  • প্রকাশের সময় | সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শেরপুরে বন্যা পরিবর্তী কৃষি পুনর্বাসনের জন্য বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিএআরআই) এবং এগ্রিকালচারিস্ট’স এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে বিনামূল্যে বিভিন্ন সবজির চারা এবং তেল জাতীয় ফসলের বীজ ও রাসায়নিক সার বিতরণ কমূসূচি চলছে।

এর অংশ হিসেবে শনিবার জেলার নালিতাবাড়িতে বিএআরআই-এর সরেজমিনে গবেষণা বিভাগ শেরপুর-১ অঞ্চলের উদ্যোগে বারি উদ্ভাবিত বারি সরিষা-১৪, বারি শীম-১, বারি লাউ-৪ এর চারা এবং রবিবার ঝিনাইগাতিতে এ্যাব’র কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সরিষা বীজ ও সার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জেলার নালিতাবাড়ি উপজেলার ১৫০ কৃষকের মাঝে এবং ঝিনাইগাতি উপজেলার ২০০ কৃষকের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় বিএআরআই-এর সরেজমিনে গবেষণা বিভাগ শেরপুর-১ অঞ্চলের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ টিটু ফকির, বিএডিসি নকলা হিমাগারের উপপরিচালক (টিসি) কৃষিবিদ মো. শহীদুল ইসলামসহ বিএআরআই ও এ্যাব এর কৃষিবিদগন, ক্ষতিগ্রস্থ কৃষক-কৃষানী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অন্যদিকে রবি ২০২৪/২৫ মৌসুমের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবিবার বিকেলে শেরপুর সদর উপজেলার কৃষকের মাঝে বিনামূল্যে সরিষা, গম, ভুট্টা, চীনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মুগ ও মসুর ডালের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের যৌথ আয়োজনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব বিতরণ করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. পলাশ কান্তি দত্ত ও উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. হযরত আলীসহ বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষানী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102