শেরপুরের নকলায় বিশ্ব হাতধোয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও হাত ধোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র হাত ধোয়া কর্মসুচি উদ্বোধন করেন।
দীপ জন মিত্র সঠিক ভাবে নিজেদের হাত ধোয়ার মধ্যদিয়ে দিবসটির সাফল্য কামনা করেন। এসময় উপস্থিতিদের সামনে সঠিক ও ভালোভাবে হাত ধোয়ার কৌশল শিখানো হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা, শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মাহবুবুর রহমান সুমনসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই দিবসটি ২০০৮ সাল থেকে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।