বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ক্ষমতা হস্তান্তরের বিষয়ে মিয়ানমার সেনা প্রধানের ভাষন

সমকালীন ডেস্ক:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪০৭ বার পঠিত

অভ্যুত্থানের পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মিয়ানমারের বর্তমান শাসক ও সেনাপ্রধান মিন অং হলাইং। ভাষণে নতুন নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তিনি বলেছেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। সংস্কার করা নতুন নির্বাচন কমিশন ভোটের আয়োজন করবে।

৮ ফেব্রুয়ারি সোমবার সরাসরি ভাষণ দেন সেনাপ্রধান মিন অং হলাইং। সামরিক শাসনের বিরুদ্ধে দেশটির সাধারণ মানুষ যখন ক্রমেই কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে, তখনই এমন ঘোষণা দিলেন তিনি। ভাষণে মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের সাফাই গেয়েছেন দেশটির সেনাপ্রধান। খবর: বিবিসি

তিনি বলছেন, আটক ও নির্বাচিত নেত্রী অং সান সু চির দলের নভেম্বরের নির্বাচনে নিরঙ্কুশ জয় সুষ্ঠু ছিল না। তার ভাষণে অভ্যুত্থানের যৌক্তিকতা তুলে ধরার প্রয়াস ছিল বেশি, বিক্ষোভের হুমকির প্রতি নজর ছিল কম। নির্বাচন কমিশন ভোটার তালিকায় অনিয়ম তদন্ত করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং নিরপেক্ষ প্রচারের অনুমোদন দেয়নি।

ভাষণে মিন অং হলাইং বলেন, ‘আগের সময়ের চেয়ে এবারের সামরিক সরকার একেবারেই আলাদা। পূর্বের সামরিক শাসনের তুলনায় এই সামরিক সরকার ‘‘সত্য ও শৃঙ্খলাবদ্ধ গণতন্ত্র’’ প্রতিষ্ঠা করবে।’

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ভোরে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। এদিন অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং সান সু চি এবং ক্ষমতাসীন দলের শীর্ষস্থানীয় নেতাদের আটক করা হয়। দেশজুড়ে ঘোষণা করা হয় এক বছরের জরুরি অবস্থা। অপরদিকে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে মিয়ানমারে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন সু চি সমর্থকরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102