বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠ সুন্দর পরিবেশে গ্রহণের লক্ষ্যে প্রস্তুতি সভা

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪
  • ২৩৪ বার পঠিত

সারাদেশের ন্যায় শেরপুরের নকলায় আগামী রোববার (৩০ জুন) থেকে এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এই পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে গ্রহণের লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ জুন) দুপুরের দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম মাহবুবুল আলম সোহাগ, সরকারি হাজী জালমামুদ কলেজের অধ্যক্ষ ও কেন্দ্র সচিব অধ্যক্ষ মোঃ আব্দুল বার্সেদ, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল খালেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রশিদ, পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আজিজুল ইসলাম, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ রেজাউল আলম, সরকারি হাজী জালমামুদ কলেজের প্রভাষক আব্দুল হামিদ, প্রভাষক সেলিম মাহমুদ ও প্রভাষক মোরশেদ আলম; ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের প্রভাষক আজাহার আলী ও প্রভাষক নূর মোহাম্মদ খালিদ ও মোহাম্মদ নাজমুল হাসানসহ নকলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসাইন প্রমুখ।

৩০ জুন রোববারে অনুষ্ঠিতব্য এইচএসসি/আলিম/এইচএসসি (বিএম/বিএমটি)/এইচএসসি (ভোক) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা সুষ্ঠু ও সুন্দর পরিবেশে গ্রহণের লক্ষ্যে বিভিন্ন বিষয় উত্থাপন পূর্বক বিস্তারিত আলোচনা করেন বক্তারা।

বক্তারা জানান, কলেজ কর্তৃপক্ষসহ সংশ্লিষ্টদের একপ্রকার উদাসিনতার কারনে এবারো নকলার এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরা নিজ উপজেলার ভ্যানুত পরীক্ষা দিতে না পারার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তারা বলেন, নিজ উপজেলা শহরে পরীক্ষা নেওয়ার মতো যথেষ্ট শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও অজ্ঞাত কারনে হঠাৎ করেই ২০১৫ সাল থেকে হাজী জালমামুদ কলেজ কেন্দ্রের একটি ভ্যানু চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের পরিবর্তে প্রায় ১৬ কিলোমিটার দূরের নালিতাবাড়ী উপজেলার শহীদ নাজমুল স্মৃতি কলেজে গিয়ে পরীক্ষা দিতে হচ্ছে। এতে করে প্রতি বছর পরীক্ষা চলাকালে কোন না কোন দিন দুর্ঘটনার কবলে পড়তে হয় পরীক্ষার্থীদের। অন্যদিকে গ্রামের দরিদ্র অভিভাবকদের গুণতে হচ্ছে বাড়তি টাকা, নষ্ট হচ্ছে শিক্ষার্থীদের মূল্যবান সময়, মানসিক চাপে থাকতে হচ্ছে কোমলমতি পরীক্ষার্থীদের। এসব বিবেচনায় নিজ উপজেলার চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ ভ্যানুটি পুনরায় বহালের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য প্রতি বছর দাবি করে আসেছেন শিক্ষার্থীসহ অভিভাবকগন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিন এবিষয়ে বলেন, শিক্ষার্থীদের স্বার্থে ও সর্বসাধারনের দাবির ভিত্তিতে আমি বিষয়টি জেলা প্রশাসক মহোদয়কে জানিয়েছি। তিনি আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে অনুমতি দিয়েছেন। এখন সংশ্লিষ্ট সকলকে নিয়ে আলোচনা সভা পূর্বক একটি রেজুলেশন করে নিজের উপজেলা কেন্দ্রের ভ্যানুটি পুনরায় বহালের চেষ্টা করছি। আশা করছি নকলা কেন্দ্রের ভ্যানুটি দ্রুতই নকলাতে ফিরিয়ে আনা হবে।

এসময় নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদকসহ সরকারি হাজী জালমামুদ কলেজের, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের, নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসা, ধুকুড়িয়া এ-জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের শিক্ষকগন ও কেন্দ্র পরিচালনা পরিষদের সদস্যগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102