বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

এবার গানের লেখক নারায়নগঞ্জের আলী হাসানকে শেরপুর থেকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিনিধি:
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ৩৫০ বার পঠিত

এবার গানের মাধ্যমে আদালত অবমাননা হয়েছে এমন দাবিতে গানের লেখক নারায়নগঞ্জের আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন শেরপুর জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) নকলা উপজেলার এ্যাডভোকেট ফাহিম হাসনাঈন। বুধবার (১৯ জুন) তিনি লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন।

নোটিশ মোতাবেক, ঈদুল আযহায় মুক্তি পাওয়া ‘নানা-নাতি’ গানে ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ এমন বাক্যে আদালত অবমাননা হয়েছে উল্লেখ করে গানটির লেখক র‌্যাপার আলী হাসানকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়। গানটি সুর করেছেন আলী হাসান ও মারজুক রাসেল। ‘নানা-নাতি’ গানটি ১৬ জুন (রবিবার) একটি ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। নোটিশ দাতা এ্যাডভোকেট ফাহিম হাসনাঈন বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে এ বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

নোটিশে আগামী ১৫ দিনের মধ্যে গানের মধ্যে ‘বর্তমানের কোর্টে বিচার চলে নোটে’ লাইনটি বাদ দেওয়াসহ অনলাইনে লাইভে এসে জনসাধারণের কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করার কথা বলা হয়েছে।

লিগ্যাল নোটিশটির মূল অংশ হুবহু তোলে ধরা হলো- ‘আপনি লিগ্যাল নোটিশ গ্রহীতাকে এই মর্মে জানাইতেছি যে, আপনার গাওয়া নানা নাতি নামে একটি গান বিগত ১৬/০৬/২০২৪ ইং তারিখে ইউটিউব চ্যানেলে প্রকাশ পায়। গানটির কথা আপনার এবং গানটির সুর করেছেন আপনি এবং মারজুক রাসেল। উক্ত গানটি শুরু হওয়ার ১ মিনিট ১৮ সেকেন্ড পর আপনি গানটিতে একটি লাইন ব্যবহার করেন। লাইনটি হলো ‘বর্তমানেয় কোর্টে বিচার চলে নোটে’। উক্ত লাইনটি আদালত অবমাননা করার শামিল। উক্ত লাইনের ফলে দেশের বিচার ব্যবস্থা এবং আদালতের প্রতি সাধারণ মানুষের ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা উদ্ভব হইয়াছে। যার ফলে মানুষ আইনের প্রতি আস্থা হারানোর সম্ভাবনা রয়েছে। আপনি নোটিশ পাওয়ার সাথে সাথে আপনার গানের উক্ত লাইনটি বাদ পূর্বক অনলাইন লাইভে এসে সাধারণ জনগনের কাছে ক্ষমা চাবেন এবং ভুল স্বীকার করবেন।

এমতাবস্থায় নোটিশ প্রদানের ১৫ (পনের) দিনের মধ্যে আপনি নোটিশ গ্রহিতা যদি উক্ত গানের লাইনটি বাদ না দেন এবং অনলাইন লাইভে এসে সাধারণ জনগনের কাছে ক্ষমা না চেয়ে দুঃখ প্রকাশ না করেন তাহলে আপনি নোটিশ গ্রহিতার বিরুদ্ধে আইন অনুযায়ী উপযুক্ত আদালতে মোকদ্দমা রুজু করিতে বাধ্য হব। পরবর্তী প্রয়োজনীয়ব্যবস্থা গ্রহনের জন্য অত্র নোটিশের এক কপি আমার সেরেস্তায় সংরক্ষিত রহিল’।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102