বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় নবনির্বাচিত মেয়রের সাথে প্রবীণ প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মকর্তাদের শুভেচ্ছা বিনিময়

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | রবিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৩৮ বার পঠিত

শেরপুর জেলার নকলা পৌরসভার নবনির্বাচিত মেয়র মো. হাফিজুর রহমান লিটনের সাথে নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মকর্তা ও সদস্যরা সৌজন্য সাক্ষাত করে তাঁকে অভিনন্দন জ্ঞাপনসহ ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ৭ ফেব্রুয়ারি রবিবার রাতে নকলা পৌর শহরের গ্রীণ রোডস্থ বাসভবনে গিয়ে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বিতীয় বারেরমতো বিপুল ভোটে নির্বাচিত পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় ‘নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’র সভাপতি আসাদুজ্জামান সৌরভ, সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী রাজন, সহ-সাধারণ সম্পাদক নূর হোসেন, কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল-আমনি, ক্রীড়া সাংস্কৃতিক ও সমাজ উন্নয়ন বিষয়ক সম্পাদক নাহিদুল ইসলাম রিজন, সদস্য মকিব হোসেন মামুন, মো. মোশাররফ হোসেন শ্যামল, মো. সুজন মিয়াসহ অনেকে উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময় শেষে পৌরসভার মেয়র মো. হাফিজুর রহমান লিটন নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মপরিধি ও সংস্থাটির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেন। নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থার কর্মকর্তারা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সমাজসেবা অধিদপ্তরাধীন সংস্থার রেজিষ্ট্রেশন সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেন।

সংস্থার সদস্যদের কাজের ধরন ও কর্মক্ষেত্র সম্পর্কে বিস্তারিত শুনে পৌর মেয়র হাফিজুর রহমান লিটন বলেন, সংস্থাটির কাজে যেকেউ মুগ্ধ হওয়ার কথা। লেখা-পড়ার পাশাপাশি প্রবীণ ও প্রতিবন্ধীদের নিয়ে কাজ করাকে অভিনন্দন জানিয়ে সকল প্রকার পরামর্শ ও সার্বিক সহযোগিতার আশ্বাসদেন তিনি। তাছাড়া পৌরসভার অন্তর্গত কোন এলাকায় অসহায় দরিদ্র প্রবীণ ও প্রতিবন্ধীর খোঁজ পেলে তাৎক্ষণিক তাকে জানানোর পরামর্শ দেন। এতে ওই সকল দরিদ্র অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের পাশে দাঁড়ানোর সুযোগ পাবেন বলে তিনি মনে করেন। সবশেষে দরিদ্র অসহায় প্রবীণ ও প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে ‘নকলা প্রবীণ ও প্রতিবন্ধী হিতৈষী সংস্থা’র সকল সদস্যের কাছে স্বেচ্ছায় সেবা দানের আশা ব্যক্ত করেন পৌর মেয়র হাফিজুর রহমান লিটন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102