জামালপুরের দেওয়ানগঞ্জে বারি চীনাবাদামের উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুন) উপজেলার চর গুজিমারী এলাকায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত¡ বিভাগের বাস্তবায়নে ও দেওয়ানগঞ্জ উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
ফসল উৎপাদনের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব পরিক্ষণ এবং জলবায়ু সহনশীল ফসল ব্যবস্থার অভিযোজনের মাধ্যমে বাংলাদেশের চরাঞ্চলে ফসলের উৎপাদনশীলতার উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠিত মাঠ দিবস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আব্দুস সালাম, অধ্যাপক ড. আহমেদ খায়রুল হাসান, অধ্যাপক ড. মোঃ রাশেদুর রহমান, ঢাকা খামার বাড়ীর অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ পরেশ চন্দ্র দাস, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আলমগীর আজাদ, বারি’র উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ এ.কে.এম. জোনায়েদ-উল-নুর প্রমুখ।
এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পুলক ও নাইমসহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীগন, সংশ্লিষ্ট ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাগন ও স্থানীয় শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।