বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

ধনাকুশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ যোগদান করেছেন

নকলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় | শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ২০১ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী ‘ধনাকুশা উচ্চ বিদ্যালয়’-এর প্রধান শিক্ষক হিসেবে মুহাম্মদ সুলতান মাহমুদ-কে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) পূর্বাহ্নে তিনি স্বপদে কাজে যোগদান করেন।

যোগদানের পরেই বিদ্যালয়টির শিক্ষক-কর্মচারী, বিদ্যালয় পরিচালনা পরিষদ, নকলা প্রেস ক্লাব, পারফেক্ট পাবলিক স্কুলসহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

এসময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আনিছুর রহমান সুজা, সহকারী প্রধান শিক্ষক মো. হাবিল উদ্দিনসহ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ও সকল শিক্ষক-কর্মচারী, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, পারফেক্ট পাবলিক স্কুলের পরিচালক মনিরুজ্জামান ও শিক্ষক হাফিজুর রহমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার (১৭ মে) নিয়োগ পরীক্ষার সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। এতে নকলা পৌরসভার মাউড়া এলাকার মুহাম্মদ সুলতান মাহমুদ-কে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়। প্রধান শিক্ষক প্রত্যাশি ১০ জন প্রতিযোগীর মধ্যে ৪ জন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশ গ্রহন করেন। এ ৪ জনের মধ্যে মুহাম্মদ সুলতান মাহমুদ সর্বোচ্চ নম্বর পাওয়ায় প্রধান শিক্ষক (শূণ্যপদ) হিসেবে চ‚ড়ান্ত নিয়োগ সম্পন্ন করতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট সুপারিশ করেন নিয়োগ বোর্ড।

নিয়োগ বোর্ডের সুপারিশ মোতাবেক ২০ মে (সোমবার) মুহাম্মদ সুলতান মাহমুদ-কে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগপত্র প্রদান করা হয়। পরে বৃহস্পতিবার (২৩ মে) পূর্বাহ্নে তিনি কাজে যোগদান করেন।

মুহাম্মদ সুলতান মাহমুদ ১৯৯৬ সালের ১০ অক্টোবরে মুক্তিযোদ্ধা স্মৃতিবিদ্যা নিকেতন-এ সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। পরে যথাযথ প্রক্রিয়ায় ১৯৯৯ সালের ৫ অক্টোবরে একই বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ২০২৪ সালের ২২ মে (বুধবার) পর্যন্ত সেখানে কর্মরত ছিলেন।

তথ্য মতে, মুহাম্মদ সুলতান মাহমুদ নকলা পৌরসভার মাউড়া এলাকার মো. সামছুল হকের ছেলে। তিনি ১৯৭৩ সালের ১০ জানুয়ারিতে জন্ম গ্রহন করেন। ১৯৮৮ সালে এসএসসি, ১৯৯২ সালে এইচএসসি, ১৯৯৪ সালে বিএ এবং ২০০১ সালে বিএড ডিগ্রী অর্জন করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102