সারা বিশ্বের ন্যায় শেরপুরের নকলায় আন্তর্জাতিক নার্সেস দিবস-২০২৪ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ; অর্থনৈতিক শক্তি, নার্সিং সেবার ভিত্তি’ এই প্রতিপাদ্যকে সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আওতায় উপজেলা নার্সেস পরিষদের আয়োজনে র্যালি ও আলোচনা সভা করা হয়।
সিনিয়র নার্সিং সুপারভাইজার লায়লাতুল ফেরদৌস-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভার পরে নার্সের প্রতিষ্ঠাতা মিস্ ফ্লোরেন্স নাইটিংগেল’র জন্ম বার্ষিকী উপলক্ষে জন্ম দিনের কেক কাটা হয়।
র্যালি, সভা ও কেক কাটা অনুষ্ঠানে ডাঃ ইফতেখারুল তানভীর, ডাঃ নাঈমা ইসলাম পিংকি, এমটিইপিআই আব্দুর রহিম, এসআই হাসান ফেরদৌস আলম, নার্সিং সুপারভাইজার রিনা বেগম, ওয়ার্ড ইনচার্জ ও সিনিয়র স্টাফ নার্স হাসি আক্তার, নার্স আলিফ জাহান লুপা, জুবিয়া ফেরদৌস স্মৃতি, খায়রুল কবির পলাশ, সিনিয়র অফিস সহকারী আবু তারেক মুহাম্মদ মোতাচ্ছিম বিল্লাহ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ নাজিম উদ্দিন ও জহিরুল ইসলাম, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকগন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও সকল নার্সসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন উপস্থিত ছিলেন।