বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলা প্রেসক্লাবের আলোচনা সভায় সব প্রতিভাকে মেধাসম্পদ হিসেবে স্বীকৃতির দাবী

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪
  • ১৩০ বার পঠিত

২৬ এপ্রিল, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে বা বিশ্ব মেধাসম্পদ দিবস। ‘উদ্ভাবন ও সৃজনশীলতা দিয়ে আমাদের সাধারণ ভবিষ্যৎ গড়ে তোলা’-এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী নকলা প্রেসক্লাবের উদ্যোগে বিশ্ব মেধাসম্পদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা করা হয়েছে। সভায় এই দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মেধাসম্পদকে প্রাধান্য দিয়ে সর্বত্রই অন্তর্ভূক্ত করে ও প্রতিটি মানুষের জাগ্রত জনকল্যাণকর প্রতিভাকে মেধাসম্পদ হিসেবে স্বীকৃতি দানের দাবী জানানো হয়।

নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন-এঁর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. নূর হোসেনর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, যুগ্মসাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও দেলোয়ার হোসেন, সম্পাদক ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন প্রমুখ।

বক্তারা জানান- প্রতিবছর ২৬ এপ্রিল এই দিবস পালন করা হয়। ২০০০ সালে প্রথমবারের মতো জাতিসংঘের বিশেষ সংস্থা বিশ্ব মেধাসম্পদ সংস্থা এই দিবসটি পালন করেছিল। মানুষের মেধাসম্পদের কৃতিস্বত্ব (পেটেন্ট), কপিরাইট, বাণিজ্যিক মার্কা (ট্রেডমার্ক) এবং ঐতিহাসিক ডিজাইনের বিষয়ে মানুষকে সজাগ করাই এই দিবসের মূল উদ্দেশ্য। এছাড়া ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন (ডব্লিউআইপিও) প্রতিষ্ঠানের মতে, মানুষের ভাবনাজাত সৃষ্টিই মেধাসম্পদ। তবে এই দিবসের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের মধ্যে মেধাসম্পদকে সর্বত্রই অন্তর্ভূক্ত করা ও সব ক্ষেত্রে কাজে লাগানো এবং প্রতিটি মানুষের জাগ্রত জনকল্যাণকর প্রতিভাকে মেধাসম্পদ হিসেবে স্বীকৃতি দানের দাবী জানান তাঁরা।

তারা বলেন, মেধাসম্পদ দুটি শাখায় বিভক্ত- ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি এবং কপিরাইট। মূলত মেধাসম্পদের মেধাস্বত্ব সুরক্ষা নিয়ে ইন্ডাস্ট্রিয়াল প্রপার্টি বিষয়ে অনেকেই সচেতন নন; আর সৃজনশীল মেধাসম্পদ যেমন কবিতা, নাটক, চলচ্চিত্র, সংগীত ইত্যাদি কপিরাইটের মধ্যে পড়ে।

প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন এক জরিপ সূত্রের বরাতে বলেন, প্রতিবছর ‘বিশ্ব উদ্ভাবন সূচক’ প্রকাশ করে জাতিসংঘের বিশেষায়িত প্রতিষ্ঠান বিশ্ব মেধাসম্পদ সংস্থা (ডাব্লিউআইপিও)। বিশ্ব র‌্যাংকিং এ বাংলাদেশ ২০১৪ সালে বিশ্বের ১৪৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ছিল ১২৯তম। তবে ২০২৩ সালে ১৩২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০৫তম হয়। ২০২৩ সালে শুধু নেপালের চেয়ে বাংলাদেশ এগিয়ে ছিলো। বাংলাদেশের স্কোর ২০.২। অন্য সব দেশ বাংলাদেশের চেয়ে এগিয়ে। এর মধ্যে ভারত ৪০তম, পাকিস্তান ৮৮তম, শ্রীলঙ্কা ৯০তম এবং নেপাল ১০৮তম স্থানে রয়েছে বলে তথ্য সূত্রে জানা গেছে।

এসময় নকলা প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক সেলিম রেজা, অর্থবিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সৌরভ, সদস্য রেজাউল হাসান সাফিত, শীমানুর রহমান সুখন ও রাইসুল ইসলাম রিফাত, তরুণ সাংবাদিক স্মার্ট ভিডিও এডিটর হাসান মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102