মহান জাতীয় সংসদের উপনেতা, কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবেক কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এম.পি পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণের উদ্দেশ্যে তাঁর নির্বাচনী এলাকা শেরপুর জেলার নকলায় পৌঁছেছেন।
সংসদ উপনেতার একান্ত সচিব মোহাম্মদ শাহজালাল-এর স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী ২ এপ্রিল মঙ্গলবার দুপুর ১২ টার সময় সংসদ উপনেতার নিজ বাসভবন ঢাকার রমনা এ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে সড়ক পথে নকলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিকেল ৪ টার সময় নকলায় পৌঁছেন। নকলা উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক মো. মুনসুর আলী জানান, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এম.পি নকলা পৌরসভাধীন জালালাপুর এলাকাস্থ তাঁর বাসায় রাত্রিযাপন করবেন।
সফরসূচি অনুযায়ী জানা গেছে, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী এম.পি ৩ এপ্রিল বুধবার সকাল ৯ টা থেকে ৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ২ টা পর্যন্ত নকলা ও নালিতাবাড়ী উপজেলার সকল মাধ্যমিক ও দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ১০ জনের মাঝে নিজস্ব তহবিল থেকে থ্রি-পিস এবং সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর মেধাক্রমানুসারে প্রথম ৪ শিক্ষার্থীদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে প্রাপ্ত সিনথেটিক শাড়ী/থ্রি-পিস বিতরণ করবেন। এছাড়া সকল ইউনিয়ন ও পৌরসভার দরিদ্রদের মাঝে শাড়ী, ট্রাউজার, টি-শার্ট ও শার্ট বিতরণ করার পাশাপাশি বিভিন্ন শ্রমিকদের মাঝে ট্রাউজার, টি-শার্ট ও শার্ট বিতরণ করবেন তিনি।
তথ্য মতে, ৩ এপ্রিল বুধবার সকাল ৯ টায় নকলা উপজেলার উরফা ইউনিয়নের বারমাইসা উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ৯টায় নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান ইউনিয়নের গোজাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১০ টায় রূপনারায়নকুড়া ইউনিয়নের গাছগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ১০ টায় নালিতাবাড়ী ইউনিয়নের ভেদিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে, ১১ টায় কাকরকান্দি ইউনিয়নের শহীদ মুক্তিযোদ্ধা কলেজ মাঠে, সাড়ে ১১ টায় রামচন্দ্রকুড়া ইউনিয়নের রামচন্দ্রকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ শেষে নকলায় ফিরবেন।
পরে এদিন ১২ টার সময় নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রাজলক্ষী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১২ টায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১ টার সময় পাঠাকাটা ইউনিয়নের পাঠাকাটা উচ্চ বিদ্যালয় মাঠে, দেড়টার সময় টালকী ইউনিয়নের বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা মাঠে, ২ টার সময় গৌড়দ্বার ইউনিয়নের গৌড়দ্বার বিএল উচ্চ বিদ্যালয় মাঠে, আড়াইটায় নকলা পৌরসভার মুজিবশতবর্ষ মঞ্চে ওই দিনের বিতরণ কাজ শেষ করবেন। পরে নকলায় রাত্রী যাপন করবেন তিনি।
এর পরের দিন ৪ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৯ টায় বানেশ্বরদী ইউনিয়নের বাউসা কবুতরমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, সাড়ে ৯ টায় গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী উচ্চ বিদ্যালয় মাঠে, ১০ টায় নকলা ইউনিয়নের ধনাকুশা উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ শেষ করবেন।
এদিন সাড়ে ১০ টায় পুনরায় নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়নের কাপাসিয়া শহীদস্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে, ১১টায় বাঘবেড় ইউনিয়নের সন্নাসীভিটা উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১১ টায় কলসপাড় ইউনিয়নের পাঁচগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১২ টায় রাজনগর ইউনিয়নের নলজোড়া ইন্তাজ আলী উচ্চ বিদ্যালয় মাঠে, সাড়ে ১২ টায় নন্নী ইউনিয়নের কন্যাডুবি ঈদগাহ মাঠে, ১ টায় পোড়াগাঁও ইউনিয়নের পলাশিকুড়া উচ্চ বিদ্যালয় মাঠে, দেড়টায় নয়াবিল ইউনিয়নের নয়াবিল উচ্চ বিদ্যালয় মাঠে এবং সব শেষে দুপুর ২ টায় নালিতাবাড়ি পৌরসভার মুজিবশতবর্ষ মঞ্চে ঈদ উপহার বিতরণ কাজ শেষ করবেন।
বৃহস্পতিবার রাত ১১ টার সময় নকলা হতে সড়ক পথে রাজধানী ঢাকার নিজ বাসভবন রমনা এপার্টমেন্ট কমপ্লেক্সের উদ্দেশ্যে যাত্রা করবেন। যাত্রা পথে কোন প্রকার সমস্যা না হলে রাত ২ টার সময় নিজ বাসভবনে পৌঁছার কথা রয়েছে।
প্রতিটি বিতরণ অনুষ্ঠানে জেলা ও উপজেলায় কর্মরত সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগন, জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মী, নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দসহ জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকগন, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও পুলিশ বিভাগের লোকজন উপস্থিত থাকবেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।