শেরপুরের নালিতাবাড়ী প্রেসক্লাব-এর দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার পানিহাটা মিশন সংলগ্ন তারানী ফুটবল মাঠে প্রেসক্লাব নালিতাবাড়ীর ৩২তম বার্ষিক সাধারণ সভার পরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন এম.এ হাকাম হীরা, সামেদুল ইসলাম তালুকদার ও গোপাল চন্দ্র সরকার।
নির্বাচনে আব্দুল মান্নান সোহেল সভাপতি ও মনিরুল ইসলাম মনির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি বিপ্লব দে কেটু ও মাহফুজুর রহমান সোহাগ, সহ-সাধারণ সম্পাদক আব্দুল মোমেন, সাংগঠনিক সম্পাদক জাফর আহম্মেদ, অর্থ সম্পাদক এম. সুরুজ্জামান, দফতর ও প্রচার সম্পাদক মোজাহিদুল ইসলাম উজ্জল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মুঞ্জুরুল আহসান এবং কল্যাণ তহবিল সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব নির্বাচিত হয়েছেন।
প্রেসক্লাব নালিতাবাড়ীর নিজস্ব গঠনতন্ত্র অনুযায়ী নব-নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও নির্বাচন কমিশনারগন কার্যনির্বাহী পরিষদের তিনজন সদস্য মনোনীত করবেন।