গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কাউছার আহাম্মেদ যোগদান করেছেন। তিনি বিদায়ী ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী-এঁর স্থলাভিষিক্ত হলেন। সদ্য বিদায়ী ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী-কে টাঙ্গাইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন পূর্বক বদলী করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিদায়ী ইউএনও হোসাইন মোহাম্মদ হাই জকী-এঁর কাছে তিনি দায়িত্ব বুঝে নেন। দায়িত্ব বুঝে নেওয়ার পরেই উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও অফিসার্স ক্লাবের নেতৃবৃন্দসহ অনেকেই তাকে ফুলেল শুভেচ্ছায় বরন করেন নেন। কাউছার আহাম্মেদ এর আগে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ে কালিয়াকৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন এবং ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কাজে যোগদান করেন। নতুন ইউএনও কাউছার আহাম্মেদ জনসেবা নিশ্চিতের মাধ্যেমে কালিয়াকৈর উপজেলাকে জেলার মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে করতে চান।
কাউছার আহাম্মেদ ৩৫তম বিসিএস-এ ক্যাডারভূক্ত হয়ে গাজীপুর জেলায় সহকারী কমিশনার হিসেবে তাঁর প্রথম কর্ম জীবন শুরু করেন। এরপরে গোপালগঞ্জ জেলায় সহকারী কমিশনার হিসেবে কর্মরত থেকে সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন। তাঁর কর্মস্থলের দ্বিতীয় বারের বদলী আদেশ অনুযায়ী তিনি শেরপুর জেলার নকলা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কাজে যোগদান করেন। পরে সিনিয়র সহকারী সচিব হিসেবে পদোন্নতি পেয়ে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও জেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এর পরে রংপুর বিভাগীয় কমিশনারের একান্ত সচিব হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন তিনি।
নতুন ইউএনও কাউছার আহাম্মেদ বলেন, সকলের সার্বিক সহযোগিতা পেলে প্রাপ্যতার ভিত্তিতে জনগনের সেবাদানের মাধ্যেমে কালিয়াকৈরকে মডেল উপজেলাকে হিসেবে গড়ে তুলতে চাই।
মেধা, সততা, বিচক্ষণতা, কর্তব্যনিষ্ঠা ও দক্ষতার অপূর্ব সংমিশ্রণে নিজের কর্মস্থল কালিয়াকৈর উপজেলার জনগণকে সার্বিক সেবাদানের মাধ্যমে অত্যাধুনিক ও উন্নয়নের মডেল হিসেবে প্রতিষ্ঠিত করবেন উপজেলাবাসীর এমনটাই প্রত্যাশা নতুন ইউএনও কাউছার আহাম্মেদ-এঁর।
নতুন ইউএনও কাউছার আহাম্মেদ-এঁর দেয়া তথ্য মতে, তিনি জামালপুর জেলাধীন ইসলামপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।