বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

এসএসসি-১৯৯৫ ব্যাচের নির্বাচিত ৪ তারকাকে দেশব্যাপি ৯৫ ব্যাচের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩২০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪-এ এসএসসি-১৯৯৫ ব্যাচের চারজন সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় খুশি সারাদেশ ব্যাপি ছড়িয়ে থাকা ৯৫ ব্যাচের বন্ধুরা। এর অংশ হিসেবে ময়মনসিংহ বিভাগ, শেরপুর জেলা ও নকলা উপজেলার এসএসসি-১৯৯৫ ব্যাচ কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত ৪ সংসদ সদস্যের অনুপস্থিতে আনুষ্ঠানিক ভাবে অভিনন্দন জানানো হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অগণিত অভিনন্দন বার্তাতো আছেই।

এসএসসি-১৯৯৫ ব্যাচের নবনির্বাচিত সংসদ সদস্যরা হলেন, নাটোর-৩ আসন থেকে নির্বাচিত আওয়ামী লীগের মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক, হবিগঞ্জ-৪ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, নওগাঁ-৬ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র (ট্রাক প্রতীক) প্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ও ময়মনসিংহ-৮ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র (ঈগল প্রতীক) প্রার্থী মাহমুদ হাসান সুমন।

তথ্য মতে, নাটোর-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জুনাইদ আহমেদ পলক নৌকা প্রতীকে ১ লাখ ৩৫ হাজার ৬৯১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের শফিকুল ইসলাম পেয়েছেন ৪৩ হাজার ১৯৯ ভোট।

হবিগঞ্জ-৪ আসনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ঈগল প্রতীকে ১ লাখ ৯৮ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী দুইবারের সংসদ সদস্য, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী নৌকা প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ভোট।

নওগাঁ-৬ আসনে অ্যাডভোকেট ওমর ফারুক সুমন ট্রাক প্রতীকে ৭৬ হাজার ৭১৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন হেলাল নৌকা প্রতীকে পেয়েছেন ৬৯ হাজার ৯৭১ ভোট।

ময়মনসিংহ-৮ আসনে মাহমুদ হাসান সুমন ঈগল প্রতীকে ৫৬ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকট প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী ফখরুল ইমাম লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২৭ হাজার ৯৮৪ ভোট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে মাহমুদ হাসান সুমনের চাচা সাবেক সংসদ সদস্য আব্দুস সাত্তারকে প্রথমে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হলেও শেষ পর্যন্ত এই আসনটি জাতীয় পার্টির জন্য ছেড়ে দেয় বাংলাদেশ আওয়ামী লীগ। আর মাহমুদ হাসান সুমন জনসমর্থনের ভিত্তিতে ঈগল প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে বিজয় অর্জন করেন।

দেশের একটি করে অঞ্চল পরিচালনার দায়িত্ব পাওয়া এসএসসি-১৯৯৫ ব্যাচের নির্বাচিত সংসদ সদস্য চার বন্ধুর নেতৃত্ব সকলকে তাক লাগিয়ে দিবে বলে আশাব্যক্ত করেন নকলা উপজেলার এসএসসি-১৯৯৫ ব্যাচের বন্ধু নকলা পৌরসভার সহকারী কর আদায় কারী মোশাররফ হোসেন এবং বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইনসহ অনেকে। তারা বলেন- ‘অবস্থানগত কারনে আমরা সবাই একই স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়া লেখা না করলেও, দেশব্যাপি ছড়িয়ে থাকা এসএসসি-১৯৯৫ ব্যাচের বন্ধুদের মধ্যে অনলাইন ভিত্তিক নিবিড় তথা আত্মিক সম্পর্ক রয়েছে। আমাদের সকলের দৃঢ় বিশ্বাস এসএসসি-১৯৯৫ ব্যাচের নির্বাচিত বন্ধুরা দেশ ছাড়িয়ে বিদেশেও আমাদের সুনাম ছড়িয়ে দিতে সক্ষম’। নবনির্বাচিত সংসদ সদস্য এসএসসি-১৯৯৫ ব্যাচের চার বন্ধুর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন তারা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102