বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

চাঁদপুরে কম্বল বিতরণ করল এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধুরা

সাইফুল তালুকদার সবুজ, চাঁদপুর থেকে:
  • প্রকাশের সময় | শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ৩৪২ বার পঠিত

চাঁদপুরে প্রতি বছরের ন্যায় এবারো অসহায় দরিদ্র ৯০টি শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধুরা। শুক্রবার (১২ জানুয়ারি) জুমা নামাজের পরে জেলার ঐতিহ্যবাহী বাবুরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবার প্রধানের হাতে একটি করে শীতের কম্বল তুলে দেওয়া হয়।

বিতরনের সময় এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধু এ.আর মানিক, জুয়েল, সাইফুল, সাহাদাত, মো. মানিক, তানভীর, মেহেদী অভি, মোতালেব, আবু সুফিয়ান, সুমন, মামুন মাল ও সোহাগসহ বেশ কয়েকজন বন্ধু, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ.আর মানিক, জুয়েল ও সাইফুলসহ অনেকে জানান- শীতে সুবিধা বঞ্চিত অসহায়, দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করাসহ নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানো প্রতিটা সামর্থবান মানুষের নৈতিক দায়িত্ব। এই নৈতিক দায়িত্ববোধ থেকেই এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের বন্ধুরা কয়েক বছর ধরে তাদের সামর্থ অনুযায়ী শীতার্তদের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন। হৃদয়ের মানবতাবোধকে জাগ্রত করে সমাজের সকল সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করা উচিত বলে মনে করেন তারা।

সাইফুল ইসলাম বলেন ‘দরিদ্র অসহায় সুবিধা বঞ্চিত প্রতিটি মানুষই আমাদের সমাজের জন্য গুরুত্বপূর্ণ। তাই সমাজের ধনাঢ্যসহ সামর্থবান সবাইকে যেকোন প্রাকৃতিক দুর্যোগে অসহায়, দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো উচিত’। চলতি শীতে অন্তত নিজ নিজ এলাকার শীতার্তদের পাশে সামর্থ অনুযায়ী সাহায্য নিয়ে পাশে দাঁড়ানোর আহবান জানান তিনি। দেশের প্রতিটা এলাকার সামর্থবান লোকজন যদি নিজের এলাকার শীতার্তদের পাশে দাঁড়ান তাহলে কেউ শীতার্ত বা সুবিধা বঞ্চিত থাকার কথা নয় বলে মনে করছেন এসএসসি-২০০৭ ও এইচএসসি-২০০৯ ব্যাচের সকল বন্ধুরা।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102