শেরপুরের নকলায় ঐতিহ্যবাহী জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী সমাপণী পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ ডিসেম্বর) জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি খলিলুর রহমান।
বিদ্যালয়টির সহকারী শিক্ষক আব্দুস সালাম-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ লালন, শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক রায়হান উদ্দিন আহমেদ, সুবর্না আকন্দ ও মো. খুররম করিম এবং শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখে বিদায়ী শিক্ষার্থী ফারজানা আক্তার ও কাউসার আহমেদ শিহাব, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী মাইমুনা আক্তার প্রমুখ।
পরে বিদ্যালয়ের পক্ষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে শুভেচ্ছা পুরষ্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীদের পক্ষে অতিথিবৃন্দ ও প্রিয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাখসুদা বেগম, আজিরন নাহার ও আসমাউল হুসনাসহ বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্যগন, বিদ্যালয়টির সব শ্রেণীর শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।