বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় এইচএসসি ও সমমান পরীক্ষায় ১৭ জনের জিপিএ-৫ লাভ, শতভাগ পাশ ৪ প্রতিষ্ঠানের

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৪২ বার পঠিত

শেরপুরের নকলায় এইচএসসি, আলিম ও এইচএসসি ভোকেশনাল পরীক্ষায় উপজেলার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মোট ১৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। শতভাগ সফলতা অর্জন করেছে ৪ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

তথ্য মতে, উপজেলার উচ্চ মাধ্যমিক স্তরের ১০টি প্রতিষ্ঠানের মধ্যে আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ, বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা, পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসা ও ধুকুড়িয়া আলিম মাদ্রাসার শিক্ষার্থীরা শতভাগ পাশের কৃতিত্ব অর্জন করে।

এছাড়া যেসব প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা জিপিএ-৫ পেয়েছে সেগুলো হলো, শাহরিয়া ফাজিল মাদ্রাসা থেকে ৬ জন, পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ৪ জন, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে বিএমটি শাখার ৩ জন ও মানবিক শাখার ১ জন,  ধুকুড়িয়া এ.জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজ থেকে ২ জন, চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজের মানবিক শাখার ও বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসা থেকে ১ জন করে জিপিএ ৫ পেয়েছে।

প্রকাশিত ফলাফলের তথ্য মতে, সরকারি হাজী জালমামুদ কলেজ থেকে মানবিক শাখার ৪৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০৫ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগের ১০৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৭৪ জন ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে ৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন কৃতকার্য হয়েছে। আর বিএমটি শাখার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৮৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। বিজ্ঞান বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি। এই কলেজের গড় পাশের হার ৭৫.৭৫%।

চৌধুরী ছবরুন নেছা মহিলা কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫১ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে মানবিক শাখার ২৪৭ জন পরীক্ষার্থীর মধ্যে ১২২ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। বিজ্ঞান বিভাগের ৩৩ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯ জন কৃতকার্য হয়েছে। এই কলেজের গড় পাশের হার ৫৫.৭২%।

চন্দ্রকোনা কলেজ থেকে ৩৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩০ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে মানবিক শাখার ২৭০ জন পরীক্ষার্থীর মধ্যে ১০৫ জন, বিজ্ঞান বিভাগের ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ জন ও বানিজ্য বিভাগের ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ১৬ জন। এ কলেজ থেকে কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি; গড় পাশের হার ৩৬.০১%।

পাঁচকাহুনিয়া আইডিয়াল টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য হয়েছে ২৪৮ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন; পাশের হার ৯৪.৩৫%। ধুকুড়িয়া এ.জেড টেকনিক্যাল এন্ড বিএম কলেজের ২৩০ জন পরীক্ষার্থীর মধ্যে ২২২ জন কৃতকার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ২ জন; পাশের হার ৯৬.৫২%। আইডিয়াল টেকনিক্যাল এন্ড মহিলা বিএম কলেজ থেকে ৬৯ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৯ জন কৃতকার্য হয়েছে। পাশের হার ১০০%।

নকলা শাহরিয়া ফাজিল মাদ্রাসার ১৩১ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭ জন কৃতকার্য হয়েছে। এরমধ্যে, সাধারণ শাখার ১১৮ জনের মধ্যে ১১৪ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ৬ জন। আর বিজ্ঞান বিভাগের ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে। এই কলেজের গড় পাশের হার ৫৫.৭২%।

বিবিরচর রহমানিয়া ফাজিল মাদ্রাসার ১৬ পরীক্ষার্থীর মধ্যে সবাই কৃতকার্য হয়েছে; জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাঁচকাহুনিয়া আলিম মাদ্রাসার ১৬ জনের মধ্যে ১৬ জনই কৃতকার্য হয়েছে। ধুকুড়িয়া আলিম মাদ্রাসার ৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জনই কৃতকার্য হয়েছে। এই তিন মাদ্রাসার পাশের হার শতভাগ হলেও কোন পরীক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102