শেরপুরের ঐতিহ্যবাহী নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুর অভিনব কৌশলের কল্যাণে শেরপুরের ইতিহাস ঐতিহ্য ঘুরে বেড়াচ্ছে দুবাই ও সৌদিআরবের মতো বিদেশের মাটিতে।
নকলা প্রেস ক্লাব-এর সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত সফরে দুবাই ভ্রমন শেষে পবিত্র উমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবস্থান করছেন। দুবাই সফরে তিনি নিজের দেশ তথা নিজ জেলা শেরপুরকে বিদেশের মাটিতে উপস্থাপনের লক্ষে শেরপুরের ইতিহাস ঐতিহ্যের চিত্র সম্বলিত টি-শার্ট পরিধান করে দুবাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ঘুরে ফিরেন। এতে তার পরিধান করা টি-শার্টে ছাপা বিভিন্ন চিত্র সম্পর্কে জানতে আগ্রহী বিদেশীদের মাঝে নিজ জেলার বিভিন্ন ইতিহাস ঐতিহ্য দু-ভাষীদের মাধ্যমে তুলে ধরেন।
এবিষয়ে নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু বলেন, ‘শেরপুরের ইতিহাস ঐতিহ্যসমূহ দেশ বিদেশে উপস্থাপনের লক্ষ্যে প্রস্ফুটিত শেরপুর নামে পরিচালিত একটি ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে শেরপুরের ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ সেলফি প্রতিযোগিতায় ২০২০ সালে প্রথম স্থান অধিকার করায় ওই গ্রুপের পক্ষ থেকে আমাকে একটি টি-শার্ট উপহার দেওয়া হয়। ওই টি-শার্টে রয়েছে শেরপুর জেলার বিভিন্ন ইতিহাস ও ঐতিহ্য বহনকারী বিভিন্ন চিত্রকর্ম। নিজের দেশ তথা নিজ জেলা শেরপুরকে বিদেশের মাটিতে উপস্থাপনের ক্ষেত্রে ওই টি-শার্টটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে’।
বাবু আরো বলেন, ‘আমার গায়ে পরিহিত টি-শার্টের বিভিন্ন চিত্রকর্ম দেখে বিদেশী অনেক কৌতুহলী সেইসব চিত্র সম্পর্কে জানার আগ্রহী হন। তখন তাদেরকে সহজে বুঝাতে দু-ভাষীদের (বাংলাদেশী প্রবাসী) মাধ্যমে তাদেরকে বিস্তারিত জানান দেওয়া হয়। এতে করে তারা আমার প্রিয় দেশ তথা নিজ জেলা শেরপুর সম্পর্কে ভালো ধারনা পোষন করেন। বিদেশীদের কেউ কেউ শেরপুরের সরাসরি প্রশংসা করতে থাকনে। বিদেশের মাটিতে ভিনদেশীদের মুখে আমার দেশের তথা নিজ জেলার প্রশংসা শুনতে সবারই ভালো লাগে; যেমনটা ভালো লাগতেছে আমার। বিদেশীদের কেউ কেউ সময় সুযোগে স্বপরিবারে শেরপুর জেলায় ঘুরতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। এতে করে আমার মনটা আনন্দে ভরে যায়’। নিজের দেশের ইতিহাস ও ঐতিহ্য বহনকারী পোশাকসহ বিভিন্ন ব্যবহার্য পণ্য বিদেশের মাটিতে ব্যবহার করার জন্য সকল প্রবাসী ভাই বোনদেরকে পরামর্শক্রমে অনুরোধ জানান নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবু।
নিজের দেশ তথা নিজ জেলাকে অভিনব কৌশলে বিদেশের মাটিতে উপস্থাপন করায় নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, সহ-সভাপতি খন্দকার জসিম উদ্দিন মিন্টু, ক্রীড়া সম্পাদক মুহাম্মদ ফারুকুজ্জামান ফারুক, সাংগঠনিক সম্পাদক ফজলে রাব্বী রাজন ও নুর হোসাইন, দপ্তর সম্পাদক সেলিম রেজা, সদস্য শীমানুর রহমান সুখনসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং প্রস্ফুটিত শেরপুর ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের অনেকে নকলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন সরকার বাবুকে আলাদা আলাদা ভাবে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।