বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

শেরপুর সরকারি টিটিসি’র আয়োজনে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলাস্থ শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-তে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ অক্টোবর) শেরপুর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র্র (টিটিসি)-এর আয়োজনে এবং টিটিসির সেমিনার কক্ষে অধ্যক্ষ মির্জা ফিরোজ হাসান-এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারের প্রধান অতিথি হিসেবে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া উম্মুল বানিন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সদর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর অধ্যক্ষ পিযূষ কান্তি সরকার, নকলা প্রেস ক্লাবের সভাপতি ও বঙ্গবন্ধু শিক্ষা-গবেষণা পরিষদ নকলা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসাইন।

বাংলাদেশের উন্নয়নে শেরপুর সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)-এর বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ২০২৩-২০২৪ এর লক্ষ্যমাত্রা অর্জনে অনুষ্ঠিত এই সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন শেরপুর টিটিসির প্রশিক্ষক ইসমাইল হোসেন।

টিটিসির চীফ ইন্সট্রাক্টর (মূখ্য প্রশিক্ষক) এস.এম আজহার-এর সঞ্চালনায় সেমিনারে আরো বক্তব্য রাখেন- শেরপুর সদর উপজেলা টিটিসির প্রশিক্ষক কামরুল হাসান, শেরপুর টিটিসির প্রশিক্ষক তমাল চন্দ্র স্যানাল, হেলাল উদ্দিন, নিরমল বাশার, রবিউল ইসলাম, রোকসানা খাতুন ও নীহারী জান্নাত। এছাড়া বিদেশগামী প্রশিক্ষিত কর্মীদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেদী হাসান, আমির উদ্দিন, কাউসার আহমেদ ও আল আমিন প্রমুখ।

এসময় নকলা প্রেস ক্লাবের সদস্য রেজাউল হাসান সাফিতসহ শেরপুর টিটিসির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগন, প্রশিক্ষক-প্রশিক্ষণার্থী, শিক্ষক-শিক্ষার্থী ও বিদেশগামী প্রশিক্ষিত অগণিত কর্মীগন উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102