বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৯:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

অধ্যাপক তাসলিমা বেগম সম্পাদিত “জাতীয় উন্নয়নে নারী” বইয়ের মোড়ক উম্মোচন

মো. মোশারফ হোসাইন
  • প্রকাশের সময় | বৃহস্পতিবার, ১২ অক্টোবর, ২০২৩
  • ২৫২ বার পঠিত
শেরপুরের নকলা উপজেলার সমসাময়ীক লেখক স্বনামধন্য অধ্যাপক তাসলিমা বেগম-এঁর সম্পাদিত “জাতীয় উন্নয়নে নারী” বইয়ের মোড়ক উম্মোচন করা হয়েছে। বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক তাসলিমা বেগম শেরপুরের নকলা উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী মরহুম খন্দকার মিজানুর রহমান আকালুবী-এঁর মেয়ে।
বইয়ের মোড়ক উম্মোচন উপলক্ষে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে সাহিত্য সংগঠন ছায়ানীড়-এর ব্যবস্থাপনায় ও ছায়ানীড়ের সভাপতি ড. ইউসুফ খান-এঁর সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে.এম খালেদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে ছায়ানীড়ের উপদেষ্টা ঢাকা ওয়াসার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রহমতুল্লাহ, বাংলাদেশ পরমাণু গবেষণা ইন্সটিটিউট ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম অপু, শিক্ষানুরাগী ও সমাজসেবক আলহাজ এম.এ মান্নান মানিকসহ অধ্যাপক তাসলিমা বেগম প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যদের মধ্যে বিশিষ্ঠ লেখক সেলিনা শাহনাজ, অধ্যাপক ডা. এম.এ সামাদ, অধ্যাপক বিলকিস খানম পাপড়ি, ফেরদৌস পারভীন, শিক্ষানুরাগী ও সমাজসেবক রাশিদা জেসমিন রোজী, শিক্ষানুরাগী ও লেখক নাসরিন বেগমসহ বিশিষ্ট কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিকগন ও স্থানীয় সুশীলজন উপস্থিত ছিলেন।
এ মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অধ্যাপক তাসলিমা বেগম-এঁর সম্পাদিত “জাতীয় উন্নয়নে নারী” বইসহ আরো চার জন স্বনামধন্য লেখকের সম্পাদিত গুরুত্বপূর্ণ বিষয়ের উপর লেখা চারটি বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। যেসকল লেখকের সম্পাদিত বইয়ের মোড়ক করা হয় সেগুলো হলো- সেলিনা শাহনাজ-এঁর “বিপ্লব স্পন্দিত বুকে রনাঙ্গনে ৭১”, অধ্যাপক ডা. এম.এ সামাদ-এঁর “আলোকচিত্রে কথা সাহিত্যিক সেলিনা হোসেন”, অধ্যাপক বিলকিস খানম পাপড়ি-এঁর “স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান” ও ফেরদৌস পারভীন-এঁর “মুক্তিযোদ্ধে নারী”।
মোড়ক উম্মোচন অনুষ্ঠানের আলোচনা সভার পরে “জাতীয় উন্নয়নে নারী”, “বিপ্লব স্পন্দিত বুকে রনাঙ্গনে ৭১”, “আলোকচিত্রে কথা সাহিত্যিক সেলিনা হোসেন”, “স্বাধীনতা পুরষ্কার প্রাপ্ত বরেণ্য ব্যক্তি ও প্রতিষ্ঠান” এবং “মুক্তিযোদ্ধে নারী” বইয়ের লেখকগনকে এবং শিক্ষানুরাগী ও সমাজসেবক রাশিদা জেসমিন রোজী, শিক্ষানুরাগী ও লেখক নাসরিন বেগমসহ আমন্ত্রীত গুণীজনকে সাহিত্য সংগঠন ছায়ানীড়-এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় সংবর্ধনা দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102