বৃহস্পতিবার (৫ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ইংল্যান্ড। ওপেনিং জুটিতে ৪০ রানের ভালো জুটি পেলেও পরে নিয়মিত উইকেট হারাতে থাকে তারা। ওপেনার ডেডিভ মালান ১৪ ও জনি বেয়ারস্টো ৩৩ রান করে ক্যাচ দেন। তারা বিদায় নিলে চারে নামা হ্যারি ব্রুক ২৫ রান যোগ করেন। এরপর মঈন আলী ১১ রান করে ফেরেন। পরে জো রুট ও জস বাটলার ৭৮ রান যোগ করেন। পাঁচে নামা অধিনায়ক বাটলার ৪২ বলে ৪৩ রান করে আউট হন। দলের পক্ষে সর্বোচ্চ ৭৭ রানের ইনিংস খেলেন জো রুট। এরপর লিয়াম লিভিংস্টোন (২০) ও স্যাম কারেন (১৪), আদিল রশিদ (১৫) ও মার্ক উডের (১৩) ছোট ছোট সংগ্রহে লড়াই করার জন্য ৯ উইকেটে ২৮২ রানের পুঁজি পায়।
জয়ের লক্ষ্যে নিউজিল্যান্ড ব্যাট করতে নেমে ১০ রানের মাথায় ওপেনার উইল ইয়ংকে হারান। উইকেটটি তুলে নেন স্যাম কারেন। এরপর ডেভন কনওয়ে ও রাচিন রবিন্দ্র সেঞ্চুরি করে ২৭৩ রানের রেকর্ড জুটি গড়ে দলকে জয় এনে দেন। ওপেনার কনওয়ে ১২১ বলে ১৫২ রান ও তরুণ অলরাউন্ডার রাচিন রবিন্দ্র ৯৬ বলে করেন ১২৩ রান। ডেভন কনওয়ে ১৯টি চার ও তিনটি ছক্কা এবং রাচিন রবিন্দ্র ১১টি চার ও পাঁচটি ছক্কার বিধ্বংসী ইনিংস খেলে দলের জয় নিয়ে মাঠ ছাড়েন।