২০১৮ সালে টেস্ট অভিষেক হয়েছিল খালেদের। প্রায় ৫ বছরের ক্যারিয়ারে খেলেছেন ১২টি টেস্ট। গত বছর থেকে এ সংস্করণে অবশ্য নিয়মিত তিনি। আজ ওয়ানডে অভিষেক হলো এ পেসারের। মোস্তাফিজের কাছ থেকে অভিষেক ক্যাপটি পেয়েছেন তিনি।
খালেদ আহমেদের ক্যারিয়ারের প্রথম বলে পুল করে চার চ্যাড বসের। পরে পর পর ৩টি ডট বল। পঞ্চম বলে আরেকবার পুল করতে গিয়ে মিডউইকেটে তাওহিদ হৃদয়ের হাতে ধরা বস। অবশ্য পুলের চেয়ে এ শটকে শর্ট আর্ম জ্যাব বলাই ভালো। তবে ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেটটি পেতে খুব একটা অপেক্ষা করতে হলো না খালেদকে। অষ্টম ওভারে এসে তৃতীয় উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। স্কোরবোর্ডে রান তখন ৩৬। খবরটি লেখার শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৭৬ রান