বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক হংকং-এ কর্মরত বাংলাদেশী নারী কর্মীদের সাথে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ‘প্রবাস স্কিম’ সম্পর্কে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক গত ১৭ আগস্ট ২০২৩ তারিখে উদ্বোধনকৃত সর্বজনীন পেনশন স্কিমের আওতায় ‘প্রবাস স্কিম’ সম্পর্কে রবিবার কনস্যুলেট কর্তৃক হংকং-এ কর্মরত বাংলাদেশী নারী কর্মীদের এ বিষয়ে অবহিতকরণ ও উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করা হয়।
কনসাল জেনারেল মিজ ইসরাত আরা-এঁর সভাপতিত্বে এবং প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যবৃন্দসহ হংকং এ কর্মরত অন্তত ৭০ জন নারীকর্মী উপস্থিত ছিলেন।
সভায় সর্বজনীন পেনশন স্কিমের পটভূমি, গুরুত্ব ও তাৎপর্য এবং বিশেষ করে প্রবাস স্কিম সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে বিস্তারিত আলোচনা করা হয়।
সভার প্রশ্নোত্তর পর্বে নারীকর্মীদের প্রবাস স্কিম সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর ও ব্যাখ্যা প্রদান করা হয়। প্রবাস স্কিমে নিবন্ধন করার প্রক্রিয়া হাতে কলমে শিখানো হয় এবং নিবন্ধন প্রক্রিয়ায় নারীরা কোন সমস্যার সম্মুখীন হলে কনস্যুলেটে প্রবাস স্কিমে নিবন্ধন সংক্রান্ত বিশেষ পরামর্শ ও সহযোগিতা ডেস্ক খুলে সবধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করা হয়।
প্রবাস স্কিম সম্পর্কে অবহিত হয়ে হংকংয়ে কর্মরত নারীকর্মীগণ তাদের নিরাপদ ভবিষ্যতের নিশ্চয়তা অনুধাবন করে আনন্দিত ও উচ্ছ্বসিত হয়ে সবাই একযুগে আগ্রহ প্রকাশ করেন। সর্বজনীন পেনশন স্কিমের আওতায় প্রবাসীদের জন্য বিশেষভাবে আলাদা একটি স্কিম রাখার কারণে মাননীয় প্রধানমন্ত্রীকে হংকং প্রবাসী নারীকর্মীগণ ধন্যবাদের সহিত কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভা শেষে কর্মীদের মাঝে প্রবাস স্কিম সম্পর্কিত বুকলেট ও লিফলেট বিতরণ করা হয়।
উল্লেখ্য, হংকং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে প্রবাস স্কিমের বহুল প্রচারের জন্য কনস্যুলেটে আগত সেবা প্রত্যাশীদের মধ্যে বুকলেট ও লিফলেট বিতরণসহ কনস্যুলেটের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে প্রচার প্রচারণা করা হচ্ছে বলে জানা গেছে।