বাংলাদেশ কনস্যুলেট জেনারেল কর্তৃক হংকং এ কর্মরত বাংলাদেশি নারী কর্মীদের নিয়ে স্তন-ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক কন্স্যুলেটের সম্মেলন কক্ষে হংকংয়ে কর্মরত নারী কর্মীদের জন্য Equal Opportunities Commission I Hong Kong Breast Cancer Foundation-এর সহায়তায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, হংকং কর্তৃক Knowing Breast Cancer- Early Detection saves lives শীর্ষক স্তন-ক্যান্সার বিষয়ক এই সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়।
কনসাল জেনারেল মিজ ইসরাত আরা-এঁর সভাপতিত্বে এবং প্রথম সচিব (শ্রম) জাহিদুর রহমান-এঁর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীসহ অন্তত ৭০ জন নারীকর্মী উপস্থিত ছিলেন।
এ কর্মশালায় ইকুয়াল অপরচুনিটিস অফিসার মিস নিরু বিশ্বনাথ, এসিস্ট্যান্ট ইকুয়াল অপরচুনিটিস অফিসার মিস হুমা জিল, হংকং ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশনের প্রতিনিধি মিস জেসি উপস্থিত ছিলেন।
হংকং ব্রেস্ট ক্যান্সার ফাউন্ডেশন এর পক্ষ থেকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ও সচেতনতামূলক ভিডিও উপস্থাপনের মাধ্যমে স্তন ক্যান্সার সম্পর্কে নারী কর্মীদের সচেতন করার পাশাপাশি প্রাথমিক সনাক্তকরণের প্রক্রিয়া ও স্তন ক্যান্সার থেকে বাঁচার বিভিন্ন উপায় সম্পর্কে আলোচনা করা হয়।
এসময় বিনামূল্যে ক্যান্সার সনাক্তকরণে ম্যামোগ্রাম পরীক্ষার ব্যবস্থা করার পাশাপাশি বিনামূল্যে প্রাথমিক চিকিৎসার ঔষধ বিতরণ করা হয়। ইকুয়াল অপরচুনিটিস কমিশনের পক্ষ থেকে কর্মীদের অধিকার ও সুরক্ষা সম্পর্কে সচেতন করতে বিভিন্ন রকম বৈষম্যমূলক আচরণ সংক্রান্ত আইনি ব্যবস্থা ও তাঁর থেকে প্রতিকার ও রক্ষা পাওয়ার বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপস্থিত নারীকর্মীগন এধরণের সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের জন্য কনস্যুলেটকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই ধরনের অনুষ্ঠান আয়োজন অব্যাহত রাখার অনুরোধ করেন তারা।