রাজধানী ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) উত্তরা বিভাগের কমিউনিটি পুলিশিং সমাবেশ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই প্রতিপাদ্যকে মনেপ্রাণে ধারন করে রোববার (৩ সেপ্টেম্বর) কমিউনিটি পুলিশিং ফোরাম ও উত্তরা বিভাগ পুলিশের আয়োজনে উত্তরা ১৩নং সেক্টরের জমজম কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এ পুলিশিং সমাবেশ আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়।
দক্ষিণখান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উত্তরা বিভাগের কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস.এম তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (উত্তরা বিভাগ) এর উপ-পুলিশ কমিশনার মোর্শেদ আলম।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) পার্থ প্রদীপের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন- মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকার সাবেক চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম, উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তরিকুর রহমান, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ আলম, উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন, দক্ষিণ খান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুর রহমান, উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক, তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার, উত্তরা ১নং ওয়ার্ডের কাউন্সিলর আফছার উদ্দিন খান প্রমুখ।
বক্তারা মাদক, জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ, যৌতুক, চুরি-ডাকাতি ও জঙ্গী-সন্ত্রাসবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও কার্যকরী ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে পুলিশ বিভাগসহ সর্বসাধারণের করণীয় বিষয়ক আলোচনা করেন।
এসময় ওয়ার্ডের কাউন্সিলর ফরিদ উদ্দিন, শরিফুর রহমান, জাহাঙ্গীর হোসেন যুবরাজ, জয়নাল আবেদীন ও জাইদুল ইসলাম মোল্লা; উত্তরা ১২নং সেক্টর কল্যাণ সমিতির সভাপতি এ.কে.এম নাসির উল্লাহ, উত্তরা পশ্চিম থানা বিট কমিউনিটি পুলিশের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক স্বপন, ৫২নং ওয়ার্ড কমিউনিটি পুলিশের আহবায়ক ইব্রাহিম গণি, স্থানীয় মোমতাজুল করিম, ইসমে আরা হানিফ, সাজেদুল ইসলামসহ উত্তরা বিভাগ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যগন, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকগন ও বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ জনগন উপস্থিত ছিলেন।