শেরপুর জেলার নকলা উপজেলায় নকলা পৌরসভা নির্বাচনে অবাদ সুষ্ঠ নিরেপেক্ষ ও সফল ভাবে সম্পন্ন করতে ভোট গ্রহণ সংশ্লিষ্ঠ বিভিন্ন কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
২৮ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টা হতে নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণি কক্ষে প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে ১২ কেন্দ্রের ৮৭টি ভোট কক্ষের জন্য ১২ জন প্রিজাইডিং অফিসার, ৮৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১৭৪ জন পোলিং অফিসারসহ ঝুঁকি বা সমস্যা মোকাবেলায় অতিরিক্ত আরও ৫ ভাগ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের নিয়োগ দিয়ে তাদেরকেও প্রশিক্ষণ করানো হয়েছে।
নকলা উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার তারেক আজিজ, শেরপুর সদর উপজেলা নির্বাচন অফিসার মো. সাইফুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, শ্রীবরদী উপজেলা নির্বাচন অফিসার এন.এম সাজ্জিল সাদিক প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, নকলা পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৪ জন, সংরক্ষিত মহিলা কমিশনার পদে ১৫ জন ও সাধারন কমিশনার পদে ৩৯ জন প্রার্থী প্রতীদ্বন্দ্বীতা করেছেন। এ পৌরসভায় মোট ভোটার ২৭ হাজার ১৬০ জন, এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ৮ জন ও নারী ভোটার ১৪ হাজার ১৫২ জন। নির্বাচন অবাদ সুষ্ঠ ও সফল ভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি প্রায় শেষ বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার তারেক আজিজ।