বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

নকলায় জাতীয় শোক দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন

রিপোর্টারঃ
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
  • ৯৫৩ বার পঠিত

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এঁর ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ উপলক্ষ্যে শেরপুরের নকলা উপজেলায় ব্যক্তি উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র-অসহায় ডায়াবেটিস রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষুধ প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (১৫ আগস্ট) নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দক্ষিণ পাশে স্থাপিত তাকওয়া ডায়াগনোস্টিক সেন্টারে দুপুর ১টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলে। এতে অর্ধশতাধিক ডায়াবেটিস রোগীদের বিনামূল্যে পরামর্শ সেবা ও ব্যবস্থাপত্র প্রদানসহ দরিদ্র-অসহায় রোগীদের বিনামূলে ঔষুধ দেওয়া হয়।

এসময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবক ও স্থানীয় সাংবাদিকগন, শুভাকাঙ্খী ও উপজেলার বিভিন্ন এলাকা আগত বিভিন্ন বয়স ও পেশা-শ্রেণীর অর্ধ শতাধিক নারী-পুরুষ রোগী, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মানবসেবা মূলক মহতী এ ক্যাম্পেইনে চিকিৎসক হিসেবে স্বেচ্ছাসেবা দিয়েছেন মেডিসিন, ডায়াবেটিস, বাত ব্যথা, নাক, কান, গলা ও হাড়জোড়া রোগে অভিজ্ঞ ডায়াবেটোলজিস্ট ডা.  কাওসার আজাদ শুভ্র।

তাকওয়া ডায়াগনোস্টিক সেন্টার হতে চিকিৎসকের ব্যবস্থাপত্রে ব্যবহৃত লিখিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, ডা. কাওসার আজাদ শুভ্র জেলার নালিতাবাড়ী ডায়াবেটিস হাসপাতালে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছেন। তার চিকিৎসা জগতে শিক্ষাগত যোগ্যতা- এমবিবিএস (মমেক), সিসিডি (বারডেম), পিজিটি (সার্জারী), সিএইউ (আল্ট্রাসনোগ্রাম)।

ডায়াবেটোলজিস্ট ডা. কাওসার আজাদ শুভ্র এর আগেও নকলা পৌরসভাধিন ফেরুষা এলাকায় স্থাপিত দি পপুলার ডায়াগনোস্টিক সেন্টারের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনেও স্বেচ্ছাসেবা দিয়ে সবার নজর কেড়েছেন।

ডা. কাওসার আজাদ শুভ্র জানান, যেকোন উপলক্ষে জেলার কোন ব্যক্তি বা সংগঠন অথবা কোন সংস্থা বা প্রতিষ্ঠান ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করলে তিনি সেখানে স্বেচ্ছাসেবা দিতে সদা প্রস্তুত।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102