শেরপুরের নকলায় বেশিদামে কাঁচামরিচ বিক্রি করার অপরাধে ৩ ব্যবসায়ীকে এবং নির্ধিারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে ২ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ পৌর শহরের কাঁচাবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ সবজী ব্যবসায়ীকে প্রতিজনে ৫০০ টাকা করে মোট এক হজার ৫০০ টাকা এবং বিকেলে পৌর শহরের হলচত্বর এলাকায় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে ২ চালককে প্রতিজনে ৫০০ টাকা করে মোট এক হজার টাকা জরিমানা করেন।
পরে সকল ব্যবসায়ী ও পরিবহন মালিক- চালকদেরকে সতর্ক করে দেওয়া হয়। আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।