বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ০৮:০০ অপরাহ্ন
শিরোনামঃ
শেরপুরে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে বাংলাদেশ সুপ্রিম পার্টি’র জেলা কমিটি গঠন: সভাপতি নজরুল, সম্পাদক হযরত নকলায় ফাহিম চৌধুরীর গণ সংযোগ ও পথসভায় জনতার ঢল নকলায় শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি আদায়ে ভেদাভেদ ভুলে ঐক্যের আহবান নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন’র মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছাত্রনেতা জুবায়েদ হত্যার বিচার দাবিতে নকলায় কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও প্রতিবাদ সভা পানিফলে কয়েকগুণ লাভ, বানিজ্যিক ভাবে চাষে ঝুঁকছেন কৃষক নকলার বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন আর নেই নকলায় শিক্ষক-কর্মচারীদের আন্দোলন জোরদারে স্থানীয় পর্যায়ে করনীয় বিষয়ক সভা আন্দোলনরত শিক্ষক-কর্মচারীর সাথে একমত পোষণ করে বিএনপি’র বিবৃতি

বোরো আবাদ ঘরে উঠাতে ব্যস্ত সময় পাড় করছেন নকলার কৃষক

নকলা (শেরপুর) প্রতিনিধি:
  • প্রকাশের সময় | মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২০৫ বার পঠিত

শেরপুরের নকলায় এবার বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। কৃষকরা ২/৩ সপ্তাহ আগে থেকেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে বোরো আবাদ কাটা শুরু করেছেন। উপজেলার অধিকাংশ (৮০%) ধান পেকে যাওয়ায় ধান কাটা, মাড়াই করে ও শুকিয়ে ঘরে উঠাতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষকরা। অন্যান্য বছরের মতো চলতি ভরা মৌসুমে ধানের দাম কম না থাকায় দামেও খুশি তারা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ছিলো ১৪ হাজার ৯৪০ হেক্টর জমি, কিন্তু ভূট্টার আবাদ বেশি হওয়ায় অর্জন হয়েছে ১২ হাজার ৪০৫ হেক্টর জমিতে। এবছর উপজেলায় মোট অর্জনের মধ্যে হাইব্রিড জাতের ধান ৯ হাজার ৭৯৫ হেক্টর জমিতে এবং উচ্চ ফলনশীল উফশী জাতের ধান আবাদ করা হয়েছে ২ হাজার ৬১০ হেক্টর জমিতে। তাছাড়া উপজেলায় বোরো ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭২ হাজার ৬৮৮ মেট্রিক টন।

ভূরদী ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফুল আলম জানান, আবাদযোগ্য সকল পতিত জমিকে কৃষি আবাদের আওতায় আনতে কৃষি সম্প্রসারণ বিভাগ থেকে কৃষকদের নিয়মিত উদ্বুদ্ধ করা হয়েছে। ফলে ভূরদী ব্লকের কৃষকরা অনেক পতিত জমিতে এবছর বোরো ধান রোপন করেছেন।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি ও কৃষিবিদ শাহীন রানা জানান, এবছর উপজেলার অনেক পতিত জমিকে আবাদের আওতায় আনা হয়েছে। পতিত জমিতে বোরো ধান রোপন করায় ভালো ফলন হয়েছে। আগামীতে বাকি পতিত জমিকে আবাদের আওতায় আনতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সকল প্রকার ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভূরদী খন্দকারপাড়া কৃষিপণ্য উৎপাদক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ছাইয়েদুল হক, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, সদস্য ঈসমাইলসহ অনেকে জানান, আগামীতে চাষ উপযোগী তাদের সব পতিত জমিতে বোরো ধান রোপণ করবেন। তারা জাননা, রোপন ও কাটার মৌসুমে শ্রমিকের মজুরি মূল্য কয়েকগুণ বেড়ে যাওয়ায় তাদের উৎপাদন খরচ বেড়ে যায়। ফলে স্বাভাবিক কারনেই কৃষকরা অপক্ষোকৃত কম লাভবান হন। তাই সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে প্রদেয় কৃষিযন্ত্রের বরাদ্দের পরিমান বা সংখ্যা বৃদ্ধি করলে কৃষকরা লাভবান হবেন বলে তারা মনে করছেন। বিশেষ করে প্রকৃত কৃষকদের মাঝে ভর্তুকি মূল্যের কৃষিযন্ত্র সমূহ সঠিক ভাবে বিতরণ নিশ্চিত করতে পারলে এদশের কৃষি অর্থনীতি দ্রুত সমৃদ্ধ হবে বলে অনেকে মন্তব্য করছেন।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী জানান, আবহাওয়া বোরো আবাদের অনুকূলে থাকায় এবার বাম্পার ফলন হয়েছ এবং ধানের দাম বেশ ভালো থাকায় কৃষকরা খুব খুশি। তিনি আরো জানান, এবছর উচ্চ ফলনশীল বিভিন্ন জাতের ধানের মধ্যে বিভিন্ন কোম্পানির নামে হাইব্রিড জাত যেমন- এসআর, তেজ গোল্ড, এসিআই, জনক রাজ, রুপসী বাংলা, সোনার বাংলা, কৃষিবিদ, হীরা, ব্যাবিলন, বালিয়া, ইস্পাহানী, ময়না, টিয়া, সম্পদ এবং উফশী জাতের ধানের মধ্যে বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউট (ব্রি) কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন জাতের ধানের মধ্যে ব্রি ধান-২৮, ২৯, ৫৮, ৬৭, ৬৯, ৭৪ ও ৮৯, নেরিকা মিউট্যান্ট এবং বিআর-২৬ জাতের ধান বেশি আবাদ করা হয়েছে। তাছাড়া রাজস্ব খাতসহ বিভিন্ন প্রকল্পের আওতায় এবছর উপজেলায় দেড়শতাধিক প্রদর্শনী প্লটে বোরো ধান চাষ করা হয়েছে এবং বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রায় শত প্লটে বীজ উৎপাদন প্রদর্শনীতে আবাদ করা হয়েছে।

কৃষি অফিসের সিটিজেন চার্টারের তথ্যানুযায়ী, উপজেলার ৩২ হাজার ৪৫ টি কৃষি পরিবার ৭৬ হাজার ৯০০ একর আবাদী জমিতে কৃষি কাজ করেন। তার মধ্যে এক ফসলী জমি ২ হাজার ৭৫০ একর, দুই ফসলী ২২ হাজার ৬০০ একর ও তিন ফসলী জমি ৯ হাজার ৬৫০ একর এবং নীট ফসলী জমি ৩৬ হাজার ২৫০ একর।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কৃষিবিদ শাহরিয়ার মোরসালিন মেহেদী বলেন, বোরো আবাদের উপযোগী উপজেলার সব জমিকে চাষের আওতায় আনতে জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে, কৃষি পণ্য উৎপাদ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের নিয়মিত পরামর্শ, প্রশিক্ষণ ও প্রণোদনা প্রদান করা হয়েছে। আগামীতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা ও অর্জন বাড়বে বলে তিনি আশাব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুনঃ

এই জাতীয় আরো সংবাদ
©২০২০ সর্বস্তত্ব স্বত্বাধিকার সংরক্ষিত | সমকালীন বাংলা
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102