শেরপুরের নালিতাবাড়ীতে ২০২২-২৩ অর্থ বছরের বোরো মৌসুমের ব্রি ধান-৬৭ এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত ও অর্থায়নে প্রযুক্তি সম্প্রসারণে বোরো ধান প্রদর্শনীর এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সোমবার (১৫ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরাধীন নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার রাজনগর এলাকায় এই মাঠ দিবসটি অনুষ্ঠিত হয়।
মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. আনোয়ার হোসেন ও কৃষিবিদ মো. মওদুদ আহমেদ।
এসময় সংশ্লিষ্ট ব্লকে কর্মরত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও শতাধিক কৃষক-কৃষাণী উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে ব্রি ধান-৬৭ এর ফলন একর প্রতি ৬২ হারে পাচ্ছেন কৃষকরা। এই ফলনে কৃষকরা বেশ খুশি বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ।