শেরপুরের নালিতাবাড়ীতে লেবু জতীয় ফসলের উপর দিনব্যাপি কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ মে) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে নলিতাবাড়ী উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি অফিস এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা (এইও) কৃষিবিদ মো. মওদুদ আহমেদ, এইও মো. আনেয়ার হোসেন পর্যায়ক্রমে এই প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক-কৃষাণীগন এই প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণার্থী হিসেবে অংশ গ্রহন করেন।